Friday , March 31 2023

হ্যান্ডসাম ইউটিউবারের সঙ্গে ‘রঙ্গবতী ও রঙ্গবতী’ গানে রোমান্টিক নাচ রানু মন্ডলের, রইলো ভিডিও

রানাঘাট স্টেশন থেকে ভাইরাল হয়ে গায়িকা হয়েছিলেন রানু মন্ডল (Ranu Mondal)। তবে এবার শুধু গানেই নয় তিনি হয়ে উঠেছেন নৃত্য শিল্পী। এর আগেও বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছিলো হাঁটুর বয়সী ছেলের সাথে রোমান্টিক গানে নাচ করতে রানু মন্ডলকে। আসলে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর প্রতিদিন তার বাড়িতে যান বিভিন্ন ভিডিও তৈরী করার জন্য। তিনি তাদের সাথে মেতে উঠে ভিডিও তৈরী করেন। যে কারণেই এবারও তাকে দেখা গেল একটি ছেলের সাথে অন্তরঙ্গ নৃত্যে মজতে।

ভাইরাল হওয়া ভিডিওটি আপলোড করা হয়েছে ‘Adi Creation’ নামের একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে। ভিডিওতে দেখা গেল প্রথমে রানু মন্ডল খুব সুন্দর করে সেজে উঠলেন। যা এখনো পর্যন্ত খুব অল্প সময়েই দেখা গেছে যে রানু মন্ডল সুন্দর করে সেজেছেন। লাল-কালো সিনথেটিক শাড়ি ও মানানসয়ী ব্লাউজ পরেছেন তিনি। সাথেই কানে বড়ো দুল ও চুল রেখেছে খোলা। নিজের বাড়ির সামনে অল্প বয়সী যুবকের সাথে এবার শুরু করলেন নাচ। বিখ্যাত ‘রঙ্গবতী ও রঙ্গবতী’ গানে নাচ করেছে তারা।

প্রথম থেকেই ছেলেটি কার্যত ব্যাপক নাচ শুরু করলো। তারপরে রানু মন্ডল তার সাথে নাচের যোগ দিলেন। তবে এই ভিডিওতে ভাগ্যক্রমে কোনো উৎপাটাং কাজ না করার জন্য তার নাচ পছন্দ করেছে নেটিজেনরা। ভিডিওটি কিছু ঘন্টার মধ্যেই বেশ ভালো ভিউস কামিয়ে নিয়েছে। আরো যে হাজার হাজার ভিউস ছাড়াবে তা বোঝাই যাচ্ছে। কেউ বলেছে -এই নাচটা সুন্দর’ তো কেউ বলেছে -‘দুজনকে মানিয়েছে’। এই প্রথমবার রানু মন্ডলের কার্যকলাপ যে দর্শকদের একবারে ভালো লাগলো তা দেখে হয়তো নিজেও অবাক হবেন রানু দি।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.