Thursday , March 30 2023

হলুদ হয়ে যাওয়া ফোনের ব্যাক কভার নতুনের মতো ঝকঝকে করার সহজ টিপস

হলুদ হয়ে যাওয়া ফোনের ব্যাক কভার নতুনের মতো ঝকঝকে করার সহজ উপায়!- আজকাল সবাই মোবাইল ব্যবহার করে থাকেন।

নিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিসগুলোর একটি এই মোবাইল। তাইতো এর যত্নও একটু বেশি। মোবাইলের যাতে কোনো ক্ষতি না হয়, এ জন্যই আমরা মোবাইল ফোনের কভার ব্যবহার করি। স্বচ্ছ সাদা কভারের পাশাপাশি মার্কেটে নানা রঙের এবং ডিজাইনের কভার পাওয়া যায়।

তবে স্বচ্ছ সাদা কভারগুলো অল্পদিনেই হলদেটে হয়ে যায়। যা মোটেও ভালো দেখায় না।তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া কিছু সাধারণ জিনিস দিয়েই এই কভারগুল একেবারে নতুনের মতো ঝকঝকে করে তোলা সম্ভব। কীভাবে? চলুন জেনে নেয়া যাক কয়েকটি পদ্ধতি- 1. বেকিং

সোডা বিভিন্ন দাগ তুলতে বেকিং সোডা খুব কার্যকরী। ফোনের কভারে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে নিন, একটি ভেজা টুথব্রাশ ব্যবহার করে
দাগের জায়গাগুলো ভালোভাবে ঘষে ধুয়ে ফেলুন এবং নরম কাপড়ে মুছে নিন।গরম পানি ও ডিশ সোপ এক কাপ হালকা গরম পানিতে কয়েক

ফোঁটা তরল সাবান মেশান। এবার ফোনের কভারে এই মিশ্রণটা সামান্য ঢেলে একটা টুথব্রাশ দিয়ে ভেতর-বাহির ভালোভাবে ঘষে ফেলুন। পরিষ্কার হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নরম কাপড়ে মুছে নিন। তারপর বাতাসে শুকিয়ে নিন। 2. রাবিং অ্যালকোহল রাবিং অ্যালকোহল স্প্রে

করুন অথবা অ্যালকোহলে ভেজানো নরম কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন ফোনের কভার। রাবিং অ্যালকোহল যেকোনো ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সাহায্য করে, কিন্তু এর ব্যবহারে কিছু ফোনের কভারের রঙ ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই খুব ভেবেচিন্তে এটি ব্যবহার করবেন। 3.

টুথপেস্ট ও ডিশ সোপ মোবাইল কভার হলুদ হয়ে গেলে তা পরিষ্কার করতে, একটি পাত্রে কিছুটা টুথপেস্ট, বাসন পরিষ্কার করার তরল সাবান, অল্প লবন এবং কিছুটা ভিনেগার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণের মধ্যে কভারটি ১০-১২ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর কভারটি ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। দেখবেন আপনার মোবাইলের কভার একেবারে নতুনের মতোই স্বচ্ছ সাদা হয়ে যাবে।

Check Also

অল্প বয়স থেকেই স্বাবলম্বী হতে চান ? ছাত্রদের জন্য রইল চমৎকার কিছু আইডিয়া

ছাত্রজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল পড়াশোনা। বাবা-মা সব সময় চান যাতে তাদের সন্তানরা এই ...

Leave a Reply

Your email address will not be published.