বগলের দাগ নিয়ে বি’পাকে আছেন অনেকে। কিন্তু স্পর্শকাতর এই বিষয়টি থেকে মু’ক্তি চাইলেও মুখে বলতে পারেন না অনেকে। কিন্তু আপনি জানেন কি খুব সহজেই ঘরোয়া উপায়ে বগলের দাগ দূ’র করা যায়।
বগলের দা’গ দূ’র করতে আলুর রস ব্যবহার করতে পারেন। তবে ভালো ফ’ল পেতে এর সঙ্গে লেবুর রস, হলুদের গুঁড়ো ও শসার রস মিশিয়ে নিন
বগলের দাগ কেন হয়?অতিরিক্ত ঘামের কারণে কিংবা ডিওডরেন্ট ব্যবহারের কারণে আমাদের বগলের নিচের কালো দাগ হয়ে যায়।বগলের দাগ দূ’র করার বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে।
আসুন দেখে নেই কীভাবে দূ’র করবেন বগলের দাগ।
প্রথম ধাপপ্রথমে একটি বাটিতে একটি বড় আলুর খোসা ছা’ড়িয়ে কু’চি করে নিন। এই আলু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে একটি সুতির কাপড়ে চি’পে এর রস বের করে নিন। আলুর রস প্রাকৃতিক ব্লি’চের কাজ করে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
দ্বিতীয় ধাপএবার এর মধ্যে পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লেবুর রসের সাইট্রিক অ্যাসিড ত্বকের ম’রা কোষ দূ’র করে এবং এর ভিটামিন সি ত্বকের মেছতা দূ’র করতে কার্যকর।
তৃতীয় ধাপ এই মিশ্রণের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিন। হলুদের গুঁড়ো ত্বকের অতি’রি’ক্ত তেলতেলে ভাব দূ’র করে এবং ব্রণের জী’বাণু ধ্বং’স করতে সাহায্য করে।
চতুর্থ ধাপ অর্ধেকটা শসা খোসা ছা’ড়িয়ে ব্লে’ন্ড করে এর রস বের করে নিন। এবার এক চা চামচ শসার রস এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। শসার ভিটামিন বি ও বায়োটিন ত্বকের কালচে দাগ দূ’র করে।
পঞ্চম ধাপ এবার বগলের নিচে ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিন। একটি তুলার বলে মিশ্রণ নিয়ে বগলের নিচে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। ষষ্ঠ ধাপ এখন একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে বগলের নিচে মুছে নিন। ভালো করে শুকিয়ে ওই অংশে কয়েক ফোঁটা গোলাপজল লাগান।