Friday , March 31 2023

স্যুট-সালোয়ার পরে খোলা রাস্তায় নাচলেন একটি ছোট্ট মেয়ে, লোকেরা প্রচুর হাততালি দিল

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। এই নেটদুনিয়ার মাধ্যমে প্রতিদিন একাধিক ভিডিও কিংবা ছবি ভাইরাল হতেই থাকে। আর সেই সমস্ত ভাইরাল হওয়া পোস্টের মধ্যে খুব কমই এমন পোস্ট থাকে, যা দৃষ্টি আকর্ষণ করতে পারে নেটনাগরিকদের একাংশের। মন ভালো করে দেয় একাংশের। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই, দেখে নিন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক একরত্তিকে হিন্দি গানের তালেই মাঝ রাস্তায় নিজের নাচ ও ভাব ভঙ্গির সাহায্যে সবাইকে অবাক করতে দেখা গিয়েছে। হলুদ জমা ও লাল প্যান্টে দেখা গিয়েছে তাকে। তার এই নাচ দেখে সেখানে উপস্থিত সকলেই রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। আর এই দৃশ্য নিজের চোখের সামনে দেখে সেখানেই উপস্থিত কোনো এক ব্যাক্তি ক্যামেরাবন্দি করেছেন। আর এখন সেই দৃশ্যই ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। এখন এই একরত্তির নাচ দেখতেই ব্যাস্ত নেটজনতার একাংশ।

এই কর্ম ব্যাস্ততার মাঝে এমন খুব কম জিনিসই থাকে, যা মানুষকে আনন্দ দিতে পারে। দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি মন ভালো করে দিতে পারে। হাসি ফোটাতে পারে একাংশের মুখে। বলাই বাহুল্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি রীতিমতো নজর কেড়েছে সকলের। ফুটিয়েছে হাসিও। এই একরত্তির নাচ দেখতেই এখন ব্যাস্ত নেটজনতার একাংশ। এতটুকু বয়সে তার ভাব ভঙ্গি নজর কেড়েছে সকলের। পাশাপাশি অবাকও করেছে অনেককে। আপাতত, তার এই ভিডিও দেখতেই মত্ত নেতদুনিয়া।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.