বৃহস্পতিবারকে লক্ষ্মী বার বলা হয় এবং এই দিন বহু মানুষ মনেপ্রাণে আরাধনা করেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর। প্রচলিত ধারণা অনুযায়ী, বৃহস্পতিবার একত্রে শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। বহু মানুষ স্নানের আগে এবং স্নানের পরে মেনে চলেন বিশেষ কিছু নিয়ম। যদিও এই সব কিছু , প্রচলিত ধ্যান ধারণার মধ্যে অন্তর্ভুক্ত এবং বেশির ভাগটাই মানুষের বিশ্বাস জুড়ে রয়েছে। বৃহস্পতিকে দেবতাদের গুরুও বলা হয়। আবার বৃহস্পতি গ্রহের প্রভাবকে বহু মানুষ শুভ মনে করেন।ধর্মীয় বিশ্বাস অনুসারে, বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর দিন বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। ভগবান বিষ্ণুকে জগতের ধারক বলা হয়। সংসারের সকল ঝামেলা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার বিশেষভাবে আরাধনা করতে পারেন ভগবান বিষ্ণুর।
বৃহস্পতিবার ধন ও সমৃদ্ধি অর্জনের জন্য ভগবান বিষ্ণুর উপাসনা করার সেরা দিন । বৃহস্পতিবার নিয়ম করে ভগবান বিষ্ণুর পুজো করলে মানুষের জীবন সুখে ভরে যায়। শুধু তাই নয়, লক্ষ্মী ও নারায়ণ উভয়ের একসঙ্গে পুজো করলে জীবনে সুখ আসে এবং স্বামী-স্ত্রীর মধ্যে কখনও বিবাদ সৃষ্টি হয় না। সেই সঙ্গে সংসারে সম্পদও বৃদ্ধি পায়।
• বৃহস্পতিবার জাফরান, হলুদ চন্দন বা হলুদ দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই ছোট্ট কাজে স্বাস্থ্যের উন্নতি হয়। সেই সঙ্গে ঘরে শান্তি ও সুখ বজায় থাকে। দান করতে না পারলে সমস্যা নেই, তিলক আকারে লাগিয়ে দিলেও উপকার পাওয়া যায়।
• বৃহস্পতিবার পুজোর সময় বিষ্ণুর আরতি ও মন্ত্র পাঠ করতে হবে। এর ফলে ব্যক্তির মনোবাঞ্ছা পূরণ হয় এবং ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারেন ।
• বৃহস্পতিবার ব্রহ্ম মুহুর্তে উঠে স্নান করুন। স্নানের সময় “ওম বৃহস্পতি নমঃ” জপ করুন। গুরুর দোষ দূর করতে বৃহস্পতিবার স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করবেন। স্নান করে অবশ্যই “নমো ভগবতে বাসুদেবায়” মন্ত্রটি উচ্চারণ করুন।
•বৃহস্পতিবার উপবাস রেখে একটি কলা গাছে জল দিয়ে ভগবান বিষ্ণুর নামে মন্ত্র উচ্চারণ করুন । এই কাজে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকবে না। যদি সারাদিন উপবাস না রাখতে পারেন কোন অসুবিধা নেই , আপনি নিরামিষ খাবার খেতে পারেন।
• বৃহস্পতিবার ধূমপান , মদ , মাংস কিংবা আমিষ জাতীয় কোন খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন।