Friday , March 31 2023

স্টেজে প্রপোজ করে অসাধারণ সুরে গান গেয়ে তাক লাগাল অরুনিতা পবন্দীপ, ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান আইডল ছয় জন প্রতিযোগীর মধ্যে সেরা সেরার শিরোপা পেয়েছে উত্তরাখণ্ডের ছেলে পবনদ্বীপ রাজন।এবং ফার্স্ট রানারআপ হয়েছেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল।
মোহাম্মদ দানিশ, সায়লি কাম্বলে, নিহল তাওরো এবং শানমুখপ্রিয়া প্রত্যেক ফাইনাললিস্টই নিজেদের অসাধারণ প্রতিভা দ্বারা জয় করেছে সকলের মন।
যদিও তাতে থেমে যায়নি ভক্তদের মধ্যে প্রেমের গুঞ্জন। এমনকি শোনা গেছিল মুম্বাইতে একই সাথে ফ্লাট কেনার পরিকল্পনা করেছেন পবন এবং অরুনিতা।

পবনদ্বীপ এবং অরুনিতার যুগলবন্দী বেশ আকর্ষণীয় দর্শকদের কাছে। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে হাটু গেড়ে অরুনিতাকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছে উত্তরাখণ্ডের ছেলে পবনদ্বীপ। আর এই দেখে যেন দর্শকের উৎসাহ খুব পরিমানে বেড়ে গেছে। আসলে অরুদ্বীপকে নিয়ে হামেশাই মেতে থাকেন ভক্তরা। সেই জন্যই তো নানান রকমের ভিডিও বানিয়ে থাকেন তারা এই দুই জুটিকে নিয়ে। সকলেরই জানা গত কিছু সপ্তাহ আগেই ছিল নানান রকমের ভালোবাসার ডে উদযাপন করার দিন।

আর তেমনই প্রপোজ ডের দিন কে এই ভিডিও ভাইরাল করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা বানিয়ে ফেলেছিল একটি এই জুটিকে নিয়ে ভিডিও। আসলে ভক্তদের ইচ্ছে ছিল যদি সত্যি কারের পবনদ্বীপ অরুনিতাকে হাঁটু গেড়ে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতো। কিন্তু এই ইচ্ছা হয় তো এবারেও ভক্তদের পূরণ হলো না। কারণ এই দুই জুটি আগেও জানিয়ে দিয়েছে তারা শুধু বন্ধু এছাড়া তাদের মধ্যে আর কিছুই নেই।ভিডিওটি ভাইরাল হতে দেখা গেছে ইউটিউব এর crazytalk tik নামের চ্যানেল থেকে। ১২৯ হাজার মানুষ এই ভিডিওটিকে দেখেছে। আর ভক্তরা ভিডিওটি কে লাইক করেছে খুব পরিমাণে।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.