Friday , March 31 2023

সোনু সুদ এবার দর্জীর কাজ শুরু করলেন ভাইরাল ভিডিও!!

করোনার সময়ে বলিউড অভিনেতা সোনু সুদ লক্ষ লক্ষ মানুষের সাহায্য করেহেন। সোনু সুদ শুধু আর্থিক দিক থেকেই না, অন্য দিক থেকেও সাহায্য করেছেন। আর এর জন্যই সোনু কখনো নারকেল বিক্রেতা হয়ে যান, আবার কখনো ফুড স্টোরের রাঁধুনি। এবার আরও একবার সোনু সুদকে আলাদা ভাবে দেখা গেল। রাঁধুনি আর নারকেল বিক্রি করা সোনু সুদ এবার দর্জি হয়ে গেছেন। সোনু সুদের নতুন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।

এই ভিডিওটি সোনু সুদ নিজেই নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেতাকে সেলাই করতে দেখা গিয়েছে। ভিডিও শেয়ার করে সোনু সুদ যা ক্যাপশন দেন, সেটা দেখে আপনার হাসি পাওয়া স্বাভাবিক। ভিডিও শেয়ার করে সনু সুদ লেখেন, ‘এখানে বিনাপয়সার সেলাই করা হয়, কিন্তু প্যান্টের বদলে অন্তর্বাস তৈরি হয়ে গেলে এর গ্যারান্টি আমি নিতে পারব না। সোনু সুদের এই খোলামেলা, হাস্যকর মেজাজ তাঁর ফ্যানেরা খুব পছন্দ করছেন।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.