আমরা চেষ্টা করলে হার্ট অ্যাটাকে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি। কারণ হার্ট অ্যাটাকের এমন কিছু লক্ষণ আছে যা হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগে থেকে বোঝা যায়। তাহলে আসুন জেনেনি কি সেই লক্ষন গুলি-
১. ঠাণ্ডা-সর্দি বা ফ্লু
২. শরীরে ঝিমুনি
৩. দেহে ঘাম ঝরলে স্যাঁতসেতে ও ঠাণ্ডা ভাব অনুভূত হবে।
৪. বুক, বাহু, পিঠ এবং কাঁধে ব্যাথা
৫. অস্বাভাবিক রকমের শারীরিক দুর্বলতা
৬. শ্বাসকষ্ট
৭. বমি, বদহজম, তলপেটে ব্যথা
যদি কখনো আপনার, আপনার পরিবারের কিংবা আপনার পাশে কারো এমন অসুবিধা দেখা দেয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেয়া খুবই জরুরী। নইলে হতে পারে অকাল মৃত্যু।