Thursday , March 30 2023

সাপের কামড় থেকে মালিককে বাঁচাতে জীবন দিলে পোষ্য কুকুর !

বড় অবাক এ পৃথিবী! ক্ষুধার্ত মানুষদের না বাঁচিয়ে এক শ্রেনীর মানুষ যখন চাল-ডাল লুটপাট করে খাচ্ছে তখন একটি কুকুর আমাদের মানবিকতা শিখাচ্ছে- কিভাবে নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচাতে হয়।

বি’ষাক্ত সাপ কোবরার হাত থেকে মালিককে বাঁচাতে গিয়ে জীবন দিয়েছে পোষা কুকুর স্নোপি। ঘটনাটি ভারতের খাম্মাম জেলায়। মালিক আচেপালি­ কিশোরে খাটে ঘুমচ্ছিলেন, পাশে শুয়ে ছিলো পোষা

কুকুরটি। হঠাৎ করেই বি’ষাক্ত সাপ কোবরা রুমে ঢুকে পড়ে, বিষয়টি স্নোপির নজর এড়ায়নি। সে দ্রুত সাপটিকে ধাওয়া করে। কিন্তু সাপ একটি সিন্ধুকের পেছনে লুকিয়ে যায়। কুকুর স্নোপি মালিককে না জাগিয়েই সাপটিকে খুঁজতে থাকে, একপর্যায়ে পেয়েও যায়। শুরু হয় দুজনের লড়াই।

কিছুটা আওয়াজ পেয়ে মালিক কিশোরে জেগে গেলেন। দেখতে পেলেন তার কুকুর সাপটির লেজ খামছে ধরে তাকে মারার চেষ্টা করছে, অন্যদিকে সাপটি কুকুরকে কামড়ানোর চেষ্টা করছে। কিশোরে দ্রুত লোকজন আর লাঠিসোটা নিয়ে সাপটিকে মারার চেষ্টা করেন এবং সফলও

হন। কিন্তু ইতিমধ্যে সাপটির কামড়ে বিষাক্ত হতে শুরু করে স্নোপির দেহ। দ্রুত তাকে একটি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই কুকুরটি মা’রা যায়। কিশোরে বলেন, ‘আমার কুকুর নিজের জীবন দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে।

একজন লড়াকু সৈনিকের মতো সে একা যুদ্ধ করেছে কিন্তু আমাকে ঘুম থেকে জাগায়নি। এটি আমার জীবনে অত্যন্ত দুঃখজনক ঘটনা।’ সূত্র: ডেক্কান ক্রোনিকল

Check Also

লাখ টাকার চাকরি ছেড়ে শুরু করেছিলেন সবজি চাষ, আজ বছরে ৪ কোটি টাকা আয় গীতাঞ্জলির

কৃষিকার্যে নেই কোনো স্থায়ী আয়। খরা বা বন্যার মত প্রাকৃতিক কারণে হতে পারে প্রভূত ক্ষতি। ...

Leave a Reply

Your email address will not be published.