Tuesday , October 26 2021

সবুজ প্রকৃতিকে সাক্ষী রেখে দুর্দান্ত বেলি ডান্স সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বলিউডের সাম্প্রতিককালে সুপারহিট আইটেম সং গুলির মধ্যে যে বিষয়টি খুবই কমন সেটি হল বেলি ডান্স। বলিউডের বেলি ডান্স কুইন বলতে যার কথা প্রথমেই মাথায় আসে তিনি হলেন নোরা ফাতেহি। তার হাত ধরেই বলিউডে এই ডান্স ফর্মের পথচলার শুরু হলেও বর্তমানে অন্যান্য সুন্দরী অভিনেত্রীরাও দুর্দান্ত বেলিডান্স সমন্বিত আইটেম সংয়ের অধিকারিণী। বলিউডের পাশাপাশি এখন সাধারণ যুবতীরাও রপ্ত করছেন সুদূর প্রাচ্য থেকে উঠে আসা এই ডান্স ফর্মের। সম্প্রতি নিজের তীব্র শরীর মোচড় এর মাধ্যমে দুর্দান্ত বেলি ডান্স দেখিয়ে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলেন এক যুবতী।

আরব দেশ থেকে উঠে আসা এই প্রাচীন ডান্স ফর্মটি রপ্ত করা মোটেই সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘ দিনের প্রশিক্ষণ, দৃঢ় অধ্যাবসায় এবং শারীরিক নমনীয়তার। সম্প্রতি ভাইরাল হওয়া এই যুবতীর ভিডিওটিতে দেখা যাচ্ছে তার অসাধারণ মুভমেন্ট এবং বডি ব্রেকিং একদম বিট ধরে স্ট্রাম করছে। যুবতীটির পরনে রয়েছে গোলাপি রঙের টু পিস, সাথে মাথায় টিয়ারা ও মুখে নুড মেকআপ।

Check Also

প্রোমো শ্যুট করার জন্য পারিশ্রমিক নিলেন ৫ কোটি, চো’খ কপালে বর্তমান নায়িকাদের

বলিউডের সর্বকালের সেরা সুন্দরী অভিনেত্রীর কথা বলতে গেলে রেখা-র কথাই মনে পড়ে। বর্তমানে তার বয়স ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page