তমলুকের দেবী বর্গভীমা মন্দির। একান্ন শক্তিপীঠের অন্যতম। তমলুকে কালীপুজোর আগে মা বর্গভীমার পুজো করেন ভক্তরা। এই বর্গভীমা মন্দির তৈরি নিয়ে রয়েছে অনেক প্রবাদ।
পুরাণ মতে তাম্রধ্বজ রাজার আমলে তৈরি হয়েছিল তমলুকের দেবী বর্গভীমা মন্দির। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় থেকে এই মন্দিরের অস্বিত্ব বলেও মত অনেকের। একান্ন শক্তিপীঠের অন্যতম এই মন্দির। কথায় আছে, সতীর বাঁ গোড়ালির অংশ পড়েছিল এখানে। তাই মায়ের আরাধনায় সারাবছরই ছুটে আসেন পুণ্যার্থীরা।
তমলুকে কালীপুজোর এক বিশেষ রীতি রয়েছে। এখানে শ্যামাপুজোর আগে মা বর্গভীমার পুজো দেন ভক্তরা। বাড়ির পুজো হোক বা বারোয়ারি-সর্বত্রই এই চল রয়েছে। কালীপুজোর দিন প্রায় রাতভর চলে বর্গভীমার আরাধনা।
আলোর উৎসবে মা বর্গভীমার পুজো তমলুকের ধর্মপ্রাণ মানুষের অবিচ্ছেদ্য অংশ।