শনিকে জ্যোতিষবিদ্য়ায় ন্যায়ের দেবতা বলা হয়। ২২ জানুয়ারি শনি তার নিজের রাশিচক্রে মকর রাশিতে অধিষ্ঠিত হয়েছেন এবং এর পরে ২৪ ফেব্রুয়ারি তিনি পরবর্তী রাশিতে গমন করবেন। এই ৩৩ দিন সময়টি ১২টি রাশির জাতকের জীবনে মিশ্র প্রভাব ফেলবে। এর মধ্যে ৪টি রাশির জাতকদের পক্ষে সময়টা ভালো যাবে।
জ্যোতিষবিদ্য়া বলছে, শনির রাশি পরিবর্তনের জেরে বৃষ সিংহ কন্যা মকরের জন্য ভালো সময়।
এবার একটু বিশদে দেখে নেওয়া যাক।
বৃষ
শনির রাশি পরিবর্তনের জেরে বৃষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে সময়টা ফলবান থাকবে। এঁদের পক্ষে নিজেদের কাজের প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সম্ভব হবে। শনিদেব কর্মজীবনে উন্নতির পাশাপাশি অন্যান্য সুবিধা ইত্যাদি সম্পর্কিত ভালো ফল দেবেন।