প্রতিটি স্ত্রীর নিজের স্বামীর কাছে নানা চাহিদা থাকে। সেই তালিকার মধ্যে থেকে কিছু মুখ ফুটে বলেন, কিছু রয়ে যায় গোপনে। কিন্তু স্ত্রীর মনে জায়গা পেতে চাইলে এই বিষয়গুলির খেয়াল তো রাখতেই হবে।
মানুষের জীবনে আশার শেষ নেই। এর উপর ভর করেই তো এমন একঘেয়েমি সময়েও ঠিক বেঁচে থাকা সম্ভব। তবে মনে রাখবেন, কিছু কিছু চাহিদা হল একান্ত আপন। এখানে কারও জায়গা নেই। এই যেমন মহিলারা কিছু জিনিস স্বামীর থেকে আশা করেন। কিন্তু লজ্জায় বলেন না।
ভালোবাসার সম্পর্কে একে অপরের থেকে কিছু লুকিয়ে রাখতে নেই। তাই মানুষ ভালোমন্দ সবটাই একে অপরকে বলে থাকেন। এর মাধ্যমেই বাড়তে থাকে বোঝাপড়া। তবে কিছু জিনিস তো কাউকেই বলা যায় না। বললে কেমন একটা বোকা বোকা দেখায়। তাই স্বামীর কাছে থাকা চাহিদা সবসময় নারী মুখ ফুটে বলেন না।
এখানে একটা ঝামেলা রয়েছে। সব মানুষই যে মনের কথা বুঝবেন, এমন নয়। কিছুজন তো সামনে থাকা বিষয়ই বোঝেন না। তাঁরা আবার গভীরের বিষয় ধরবেন কী! এই কারণে জটিলতা তৈরি হয় জীবনে।
যদিও স্ত্রীর মনে লুকানো চাহিদা না ধরতে পারলে অনেক ক্ষেত্রে সম্পর্ক আলগা হয়। স্ত্রী ভাবতে পারেন আপনি তাঁর পরোয়া করেন না। এমনকী কিছু সময় সম্পর্ক তলানিতে নেমে যায়। এবার এই ঝামেলা থেকে তো বেরিয়ে আসার পথ জানতে হবে।
তাই জানুন স্ত্রী কী আশা করেন-
১. ভালোবাসা ছাড়া বাড়তি কিছু নয়
ভালোবাসার পিপাষু সকলে। পৃথিবীতে এই একটা জিনিসই পয়সা দিয়ে কেনা যায় না। আর মনে রাখবেন, ভালোবেসে গোটা দুনিয়া জয় করা যায়। তাই স্ত্রী আপনার কাছে প্রেমের আশা করেন। তিনি চান আপনি তাঁকে বুকে রাখুন। আপনার কথায় যেন তা সবসময় প্রকাশ পায়। তাই এবার থেকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তবেই সুখে থাকতে পারবেন।
২. তাঁর কথা মেনে চলবেন
স্ত্রী চান স্বামী যেন তাঁর কথার কদর করেন। তাঁর মতকে মেনে চলতে পারলেই তিনি সবথেকে বেশি খুশি হন। তাই অর্ধাঙ্গিনীর কথা মেনে চলতেই হবে। তবেই দেখবেন বহু জটিলতা সহজেই হয়েছে দূর। এমনকী সম্পর্ক হবে ভালো। প্রেমের আবহেই কেটে যাবে গোটা জীবন। তাই চিন্তা নেই বললেই চলে।
৩. তাঁর পছন্দের বাহবা দিন
মানুষ সবক্ষেত্রেই বাহবা চান। তবে নিজের পছন্দের উপর প্রশংসা পেলে মহিলাদের মন খুশি হয়। বাহ, এটা দারুণ লাগছে, এই পছন্দের জবাব নেই- এই ধরনের কথা ঠোঁটের ডগায় রাখুন। যখনই সুযোগ পাবেন বলে দিন। দেখবেন সব সমস্যার সহজ সমাধান করে ফেলেছেন। আপনাদের সম্পর্ক মাখনের মতো এগিয়ে যাবে।
৪. প্রশংসা করুন ছোটখাট বিষয়ে
মানুষ প্রশংসার কাঙাল। আপনি প্রশংসা করলে অন্যের মনোবল বাড়ে। তাই আপনাকে অবশ্যই স্ত্রীয়ের প্রতিও এই হিসাব মেনে চলতে হবে। তিনি যত ছোট কাজই করুন না কেন উৎসাহ দিন। বড় কাজ উতরে দেওয়ার জন্য বসে থাকবেন না। তার আগেই মুখ ফুটে বলুন যে ভালো আছেন। দেখবেন সব সমস্যার সহজ সমাধান হয়ে গিয়েছে। অনায়াসে জটিলতা দূর করা যাবে।
৫. তাঁর পছন্দের জিনিস কিনে দেওয়া
মেয়েরা ছোটবেলা থেকেই কিছু জিনিসকে পছন্দ করেন। তাঁরা সেই জিনিসগুলি কিনতে চান। সেটা ছোটখাট কিছুও হতে পারে। এবার স্ত্রীয়ের পছন্দের নানান জিনিস আপনি কিনে আনতেই পারেন গিফট দিন। দেখবেন সব সমস্যার সহজ সমাধান আপনি করে ফেলতে পেরেছেন। কোনও জটিলতা থাকবে না বললেই চলে। এবার থেকে বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন।
বিদ্র: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।