Friday , March 31 2023

রাস্তার মাঝে একদল মেয়ের তুমুল ঝগড়া, ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেট দুনিয়া

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে যেখানে বেশ কয়েকজন মাঝ বয়সী যুবতীদের রাস্তার মাঝে চুল ধরে টানাটানি করতে দেখা যাচ্ছে। ভাইরাল (Viral) ওই ভিডিও (Video) ঠিক কবেকার আর কোথাকার সেটা জানা সম্ভব হয় নি আমাদের পক্ষে, তবে ভিডিও দেখে এটা স্পষ্ট যে ঘটনাটি সম্প্রতিকালে ঘটেছে আর দিল্লীর কোন একটি এলাকার ঘটনা হবে হয়ত। তবে আমরা নিশ্চিত না যে ঘটনাটি দিল্লীরই। তবে রাস্তায় আরও মানুষদের মুখে মাস্ক দেখে এটা স্পষ্ট যে ঘটনাটি সম্প্রতিকালেই ঘটেছে।

ভাইরাল ওই ভিডিও পাঁচ ছয়জন যুবতীকে একে অপরের সাথে ঝগড়া করতে দেখা যাচ্ছে। তবে ঝগড়াটা ঠিক কি নিয়ে সেটা বোঝা যায় নি। ভিডিওতে যুবতীরা একে অপরের চুল ধরে টানাটানি করছে। আর তাঁদের এই ঝগড়ার কারণে পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইক রাস্তায় পড়ে যায়। যদিও তাতেও তাঁদের ঝগড়া থামেনি। আবার এক যুবতী ভিডিও করতে করতে কীভাবে মারতে হবে সেটির ইনস্ট্রাকশন দিচ্ছে।

মেয়েদের এই কাণ্ড দেখে আশেপাশের সবাই দাঁড়িয়ে পড়ে। কিন্তু তাঁরা তাঁদের সামনে গিয়ে এই ঝগড়া থামানোর সাহস দেখায় নি। আর তাঁর প্রধান কারণ হল, মহিলাদের থামাতে গিয়ে উল্টে না পুরুষরা ফেঁসে যায়। যদিও ভিডিওতে পাশে দাঁড়িয়ে থাকা পুরুষেরা বারবার ওই যুবতীদের থামার কথা বলছে। প্রথমে না শুনলেও আশেপাশের লোকজনের কথায় তাঁরা থেমে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখে সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। মেয়েদের কাণ্ড দেখে সবাই নিজের মন্তব্যও পেশ করছে। তবে বেশীরভাগ মানুষই মজা করেই কমেন্ট করছে।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.