২০১০ সালে সম্প্রচারিত ধারাবাহিক ‘সূবর্ণলতা’র হাত ধরে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছিলেন ইপ্সিতা। ধারাবাহিকে সূবর্ণলতার ছোটোবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। উপন্যাসের মত ধারাবাহিকটিও দারুন পছন্দ হয়েছিল দর্শকদের।
এরপরেই অভিনেত্রীকে দেখা যায় ‘কেয়া পাতার নৌকা’ ধারাবাহিকে কিরণের চরিত্রে। এখানেও মূখ্য চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। এই ধারাবাহিকে তার দূর্দান্ত অভিনয় দারুন ছাপ ফেলেছিল সিরিয়ালপ্রেমীদের মধ্যে। এরপর তাকে আমরা পেয়েছিলাম ‘চোখের তারা তুই’ সিরিয়ালে।
কিন্তু এরপরই দুম করে যেন হারিয়ে গেছিলেন ইপ্সিতা। মূখ্য চরিত্রে আর বিশেষ দেখা যায়নি তাকে। বরং পার্শ্ব চরিত্রেই অভিনয় করেছেন। সেই তালিকায় রয়েছে, ‘সন্ন্যাসী রাজা’, ‘আলোছায়া’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘করুণাময়ী রানী রাসমণি’র মতো ধারাবাহিক।
তবে বর্তমানে অভিনেত্রীর দেখা মিলছে ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে বুবলুর চরিত্রে। রাধিকার বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘কেয়া পাতার নৌকা’, ‘সূবর্ণলতার’ মত সিরিয়ালে মূখ্য ভূমিকায় অভিনয় করার পর এরকম ইপ্সিতা পার্শ্ব চরিত্রে দেখে একটু হতাশ দর্শকরা। তবে তার অভিনয় গুন মিটিয়ে দিয়েছে সেই খামতি।
ইপ্সিতার অভিনয় দেখার পর নেটিজেনদের মন্তব্য, ‘বুবলুর অভিনয় outstanding’। আর একজন লিখেছেন, ‘বুবলুর কারনে নাটকটা ভালো লাগে’। অপর একজনের মন্তব্য, ‘ওর অভিনয় প্রতিটা সিরিয়ালেই অসাধারণ’। এসবে একটা কথা তো স্পষ্ট যে, অভিনেত্রীকে দারুন পছন্দ করছে দর্শকরা।
যদিও অভিনেত্রী নিজে বেশ একটা সোশ্যাল মিডিয়ায় থাকেননা। তিনি এইমুহুর্তে অভিনয় আর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকেন। এইমুহুর্তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও করছেন ইপ্সিতা। তবে দর্শকদের জন্য একটা ভাল খবর রয়েছে। খুব শীঘ্রই ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় দেখা যাবে তাকে।