Friday , March 31 2023

‘মিঠাই’তেও ঢুকে গেল পরকীয়ার জের, সোম-তোর্সার জীবনে হাজির তৃতীয় ব্যক্তি! নতুন ট্র্যাক দেখে ক্ষুব্ধ অনুরাগীরা

আর কয়েকটা দিন পরেই দুই বছর সম্পূর্ণ করবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। ইতিমধ্যেই ৭০০ এপিসোড পার করে ফেলেছে ধারাবাহিকটি। এমতাবস্থায় অনুরাগীদের অনেকেরই আবদার ছিল যে, গল্পে ফেরানো হোক সোম কে। সেই ইচ্ছা পূরণ হলেও সোম-তোর্সার কেমিস্ট্রি যেখানে ছিল সেখানেই।

যারা নিয়মিত ‘মিঠাই’ দেখছেন তারা তো জানেনই যে, গল্পে বেশ খানিকটা সময় এগিয়ে গেছে। শাক্য বড় হয়ে গেছে। এবং ধারাবাহিকে এন্ট্রি হয়েছে মিঠাইয়ের হামশকল মিঠির। এখন এই মিঠিই কি আসল মিঠাই? এ কথা জানতেই চাতক পাখির মতো অপেক্ষা করছেন দর্শকদের একাংশ।

প্রশ্নের উত্তর পাওয়ার আগেই মিঠাই নিয়ে এল নতুন আপডেট। টেলিপাড়ার খবর, খুব শীঘ্রই নাকি পরকীয়ার ট্র্যাক ঢুকতে চলেছে এই সিরিয়ালে। আর এই জল্পনায় শিলমোহরও দিয়ে দিয়েছে গতকালের পর্ব‌। তোর্সা এবং সোমের মাঝে তৃতীয়ব্যক্তি হয়ে ঢুকেছে নতুন কেউ।

আসলে দীর্ঘ সময় পর ‘মনোহরা’য় ফিরলেও বউকে এড়িয়ে চলছে সোম তা এতদিনে কারুরই নজর এড়ায়নি। হয়তো নতুন সম্পর্কে জড়িয়েছে এই ধারণাও করেছিল অনেকে। আর শাক্যর স্কুলের নতুন শিক্ষিকা সেই ধারণাকেই আরো পাকা করে দিল।

স্কুলে আসতেই মিঠির সঙ্গে আলাপ জমে তার। কথা প্রসঙ্গে সঙ্গীতা (শাক্যর শিক্ষিকা) মিঠিকে জানায়, সে একজনকে ভালোবাসে,কিন্তু সেই ব্যক্তি আগে থেকেই বিবাহিত। তার বৈবাহিক জীবন ভালো না হলেও দাদু ঠাম্মির কাছে ডিভোর্সের কথা বলতে পারছেনা। আর এটা শুনে সবাই মোটামুটি নিশ্চিত যে, এই ব্যক্তি সোম ছাড়া আর কেউ নয়।

সিরিয়ালের আগামী পর্বের প্রিক্যাপ ভিডিওতে দেখা গিয়েছে সোম সংগীতার সাথে দেখা করতে এলে তাকে দেখে ফেলে মিঠি। তবে মিঠাইয়ের মতো সিরিয়ালে পরকীয়া ট্রাক ঢোকানো লেখিকার ওপর চটে গিয়েছেন দর্শকদের একাংশ। এমন সুন্দর পারিবারিক গল্পতেও পরকীয়া ঢুকুক এটা মোটেও চাইছেনা মানুষ।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.