স্যোশাল মিডিয়ায় মাঝেমাঝেই বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়। পশুপাখির মজাদার কার্যকলাপ হোক কিংবা তথ্যসমৃদ্ধ কোনো ঘটনা,কোয়ালিটির কন্টেন্ট হলেই তা মানুষের নিউজফিডে পৌঁছতে বেশি সময় নেয় না। স্যোশাল মিডিয়ার ক্ষমতা সম্পর্কে তো কমবেশী আমরা সবই জানি।রানাঘাটের স্টেশনে ভিক্ষা করা রানু মন্ডলকে মুম্বাই পৌঁছে দিয়েছিল এই নেটিজেনরাই। আবার ভুবন বাদ্যকরকে তুখার জনপ্রিয়তা,
এনে দেওয়ার পিছনে রয়েছে স্যোশাল মিডিয়ারই হাত। ভুবন বাদ্যকর। নিজের স্কুটার গাড়িতে করে গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন তিনি। গাইতেন ‘আমার কাছে নাইকো বাবু ভাজা বাদাম। আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।’ সেই গানের সুর আর কথা এতই জনপ্রিয় হয়েছিল স্যোশাল মিডিয়ায় যে তিনি পৌঁছে গিয়েছিলেন দেশের প্রত্যেক ইনস্টাগ্রামারের প্রোফাইলে। সেই গানের ডিজে মিক্সিংয়ে রিল বানিয়েছেন বহু সেলেবরা। এর মধ্য দিয়ে ভূবনের কাঁচা বাড়ি পরিণত হয়েছে অট্টালিকায়। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন। কিন্তু একই গান নিয়ে মানুষ কদিনই বা পড়ে থাকবেন। কিছু দিন যাবৎ আর কাঁচা বাদাম শোনা যাচ্ছিল না কোথাও।
আর তখনই প্রশ্ন ওঠে তবে কি রানু মন্ডলের মতো ভুবনকেও ভুলে গেল সবাই? কিন্তু না! ভুবন বাদ্যকর নিজের দর জমিয়ে রাখতে জানে। তিনি ইন্টারভিউতে জানিয়ে দিয়েছিলেন যে দিওয়ালীতে আসছে তাঁর গান ‘ফ্রি সেলে কাঁচা বাদাম।’ এবং কথা রাখলেন তিনি। সত্যিই গান রিলিজ করল। আর সেখানে গলা সাধলেন ভুবন বাদ্যকর অর্থাৎ বাদামকাকু। গানটি লিখেছেন গোরাচাঁদ ব্যানার্জি, সুরকারও তিনিই। গানটির মিউজিক ব্যবস্থাপনা করেছেন শ্যামজি এবং গানটির ভিডিও পরিচালনা এডিট এবং ক্যামেরার দায়িত্বে ছিলেন শম্ভুনাথ রায়। ‘বেঙ্গলি রিমিক্স মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই ৬২ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। লাইক করেছেন ১ হাজারেরও বেশী মানুষ। গানটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়াতে। গানে তাঁর সঙ্গী হয়েছেন এক সুন্দরী তরুনীও। আর এর থেকেই বাদামকাকুর ‘ভাগ্য’ নিয়ে রসালো চর্চাও চলছে।