Thursday , March 30 2023

মায়ের থেকেও বেশি সুন্দর জুহি কন্যা, ছবি ভাইরাল হতেই মুগ্ধ নেটমহল

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী জুহি চাওলা। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। পর্দায় তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরাও। তবে এই মুহূর্তে অভিনেত্রী চর্চায় রয়েছেন তার মেয়ে জাহ্নবী মেহেতার সূত্র ধরে।

বলিউডে অভিনয় করাকালীনই জয় মেহেতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তবে অভিনয় ছাড়েননি তিনি। বর্তমানে অভিনেত্রী বাছাই করা ছবিতেই অভিনয় করে থাকেন। জয় ও জুহির দুই সন্তান রয়েছে। ছেলে অর্জুন মেহেতা, মেয়ে জাহ্নবী মেহেতা। তবে এই মুহূর্তে জাহ্নবী রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে।

আপাতত, নেটদুনিয়ার পাতায় জুহি চাওলার কন্যা জাহ্নবীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। যা দেখার পর থেকেই একাধিক নেটনাগরিকের বক্তব্য, একেবারে মায়ের মতোই তিনি। আগের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, জহ্নবী সবথেকে বেশি ভালোবাসে বই পড়তে। পড়াশোনা করা তার নেশা। পাশাপাশি ক্রিকেট দেখতেও ভীষণ পছন্দ করেন তিনি। অভিনেত্রী হওয়ার ইচ্ছা তার কোনদিনই নেই। লেখিকা হতে চায় জাহ্নবী, জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই।

অভিনেত্রীর কথায়, জাহ্নবী ছোট থেকেই ক্রিকেট দেখতে পছন্দ করতেন। সমস্ত কমেন্ট্রি মন দিয়েই শুনতেন তিনি। এমনকি অভিনেত্রীর কথা থেকে এও জানা গিয়েছিল, যখন জাহ্নবীর ১২ বছর বয়স ছিল তারা সকলে ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে গিয়ে যে হোটেলে ছিলেন সেখানে একটি বই ছিল যেখানে সমস্ত ক্রিকেটারদের জীবন সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। যে কদিন তারা সেখানে ছিলেন ওর মধ্যেই জাহ্নবী সেই বই পড়ে শেষ করে ফেলেছিলেন। সেই থেকেই তার পড়ার প্রতি আগ্রহ চোখে পড়েছিল অভিনেত্রী ও তার স্বামীর।

উল্লেখ্য, গতবারে আইপিএল অকশানেও দেখা গিয়েছিল তাকে। সেখানে উপস্থিত ছিলেন এসআরকে সন্তানরাও। আরিয়ান খান ও সুহানা খানের সাথে তাকে দেখে খুশি হয়েছিল নেটদুনিয়াও। অনেকে আবার আরিয়ান খানের সাথে তার ছবি দেখে জুনিয়র এসআরকে ও জুহির নাম দিয়েছিলেন।

ইতিমধ্যেই অভিনয় দুনিয়ায় ডেবিউ ঘটেছে জুহি কন্যার। সোহা আলি খান, কৃতিকা কানরা, কারিশ্মা তান্না, শাহানা গোস্বামীদের সাথে অভিনয় করেছেন তিনি। ওয়েব দুনিয়ায় ‘হ্যাস হ্যাস’ শোয়ের হাত ধরেই ডেবিউ ঘটেছে তার। উল্লেখ্য, ‘শর্মাজি নামকিন’এই শেষ দেখা মিলেছিল জুহি চাওলার।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.