Thursday , March 30 2023

মাত্র ৫০ টাকা করে সেভিংস করে সহজেই হয়ে যান কোটিপতি!

মাত্র ৫০ টাকা করে সেভিংস করে সহজেই হয়ে যান কোটিপতি!- মিউচ্যুয়াল ফান্ড SIP (সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান) এর মাধ্যমে মাসে

মাসে অল্প টাকা ইনভেস্ট করে বড় অঙ্কের টাকা জমিয়ে ফেলতে পারবেন ৷ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এসআইপি বেশ লাভজনক স্কিম ৷ কোটিপতি হতে গেলে কেরিয়ারের শুরু থেকেই ইনভেস্টমেন্ট শুরু করতে হবে৷ ২৫ বছর বয়স থেকে SIP তে ইনভেস্ট করা সবচেয়ে লাভবান

বলে মনে করে বিশেষজ্ঞরা ৷ ২৫ বছর বয়সে থেকে প্রতিদিন ৫০ টাকা সেভিংস করে SIP-তে ইনভেস্ট করলে ৬০ বছর বয়সে সহজেই হয়ে যাবেন কোটিপতি ৷ প্রতিদিন ৫০ টাকা সেভিংস করলে মাসে ১৫০০ টাকা হয় ৷ মিউচ্যুয়াল ফান্ড সাধারণত ১২ থেকে ১৫ শতাংশ রিটার্ন দিয়ে

থাকে ৷ এই হিসেবে ৩৫ বছর ধরে আপনাকে মোট ৬.৩ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ১২.৫ শতাংশ রিটার্ন পেলে এর ভ্যালু ১.১ কোটি হয়ে যাবে ৷ ৩০ বছরে ইনভেস্ট করা শুরু করলে ইনভেস্টমেন্টের সময় ৫ বছর কমে যাবে ৷ ১৫০০ টাকা প্রতি মাসের হিসেবে মোট

ইনভেস্টমেন্ট ৫.৪ লক্ষ টাকা হয় ৷ এর মোট ভ্যালু ৫৯.২ লক্ষ টাকা হয়ে যাবে ৷ অর্থাৎ মাত্র ৫ বছর কম হওয়ায় ৪০ লক্ষ টাকার লোকসান হবে আপনার ৷ কোটিপতি হতে কে না চায় ? কিন্তু চাকুরিজীবীদের জন্য কোটি টাকা জমানো খুব একটা সহজ ব্যাপার নয় ৷ চাকুরিজীবীরা

প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আয় করেন ৷ ফলে তাদের পক্ষে বেশি সেভিংস করা সম্ভব হয় না ৷ তবে এবার মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে চাকুরিজীবীরাও কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ করতে পারবেন ৷ আর এর জন্য বেশি নয় প্রতিদিন মাত্র ৫০ টাকা সেভিংস করতে হবে ৷

Check Also

অল্প বয়স থেকেই স্বাবলম্বী হতে চান ? ছাত্রদের জন্য রইল চমৎকার কিছু আইডিয়া

ছাত্রজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল পড়াশোনা। বাবা-মা সব সময় চান যাতে তাদের সন্তানরা এই ...

Leave a Reply

Your email address will not be published.