দিনদিন পুদিনা পাতার কদর বেড়ে চলেছে।আপনি যেকোনো সুস্বাদু খাবারের কথা বলুন কেন পুদিনা পাতার দরকার পরবেই।পুদিনার চা, পুদিনার সরবত ও পুদিনা পাতার চাটনি আমাদের রুচি বাড়াবে।এতে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে, যা বিষাক্ত জন্তুর বিষ নষ্ট করার ক্ষমতা রাখে।
> পুদিনা পাতা পুড়িয়ে সেই ছাই যদি দাঁত মাজার কাজে ব্যবহার করা যায় তাহলে দাঁত শক্ত হয়ে যাবে।
> পুদিনা পাতা যদি মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে শরীরে জামে থাকা খারাপ ঘাম বের করে দেয়।আবার ৪-৫টি পুদিনা পাতা রোগীকে খাওয়ালে রোগীর মূর্ছা রোগ সেরে যায়।
>সর্দি কাশিতেও পুদিনা পাতা প্রতিকৃত পথ্য।চায়ের সঙ্গে পুদিনা পাতা খেলে ঠান্ডা কম লাগেও গলার সংক্রমণ কমবে যায়।
> পুদিনা পাতা হজম তাড়াতাড়ি করে ও ক্ষুধার ক্ষমতাও বাড়ার খ্যামটা রাখে।তাই যাদের খাওয়ায় অরুচি তাদের পুদিনা পাতা খাওয়ান, তাতে খাবারের রুচি ফায়ার আসবে।
শুধুমাত্র অশ্লীল ভিডিও দেখার জন্য ব্যবহার করা হয় ইন্টারনেট, বিতর্কিত মন্তব্য করলেন
নীতি আয়োগের সদস্য ভিকে সারস্বত আজ করলেন এক বিতর্কিত মন্তব্য। তিনি আজ বলেন ইন্টারনেট ব্যবহার করা হয় শুধুমাত্র অশ্লীল ছবি, ভিডিও দেখার জন্য।আর তার এই মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র সরকার।তিনি আরও জানান ‘ কাশ্মীরে ৬ মাস নেট পরিষেবা বন্ধ থাকলেও কোনও আর্থিক ক্ষতি হয়নি।গতকাল গুজরাটের এক সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন।