মহালয়ার দিন মানেই মা বাপের বাড়ি এলেন বলে ! পুজোর আমেজ পুরোপুরি জমজমাট হয়ে ওঠে মহালয়ার দিন থেকেই। আমাদের জীবনে সব সময় নানান সমস্যা দেখা দেয়, কর্ম ক্ষেত্রে দেখা দেয় জটিলতা। সুখ-সমৃদ্ধি পেতে অনেকেই অনেক ব্রত পালন বা পূজা অর্চনা করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিশেষ করে মহালয়ার দিন দেবী মায়ের কতগুলি মন্ত্র পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। কর্ম ক্ষেত্রে সমস্যা দূরীকরণ হয় এবং উন্নতি লাভ হয়। মন্ত্র গুলি হল –
• জীবনে বাধা-বিপত্তি নাশের জন্য একশো আট বার জপ করবেন ,
‘শরণাগত দীনার্ত
পরিত্রাণ-পরায়ণে।
সর্বস্যার্তিহরে দেবী
নারায়ণী নমোহস্তুতে’।
•অযাচিত শত্রু নাশের জন্য একশো আট বার জপ করবেন –
‘সর্ব বাধা প্রশমনং
ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী।
এবমেব ত্বয়া কার্যমন্মদ
বৈরী বিনাশনম’।
• জীবনে সৌভাগ্য লাভ এবং পরিবারের সুস্থতা কামনায় জপ করুন –
‘দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি
দেবী পরং সুখম।
রুপং দেহি জয়ং দেহি
যশো দেহি দ্বিষো জহি’।
• শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভের জন্য জপ করুন –
‘বিদ্যাবন্তং যশস্বন্তং
লক্ষীবন্তঞ্চ মাং কুরু।
রূপং দেহি জয়ং দেহি
যশো দেহি দ্বিষো জহি’।
• মাঝে মাঝে জীবনে অশান্তির ঝড় নেমে আসে। তখন কোনো কাজেই শান্ত চিত্তে করা যায় না। সে ক্ষেত্রে জীবনে স্থিতিশীলতা আনার জন্য পাঠ করুন –
‘সৈব কালে মহামারী
সৈব সৃষ্টির্ভবত্যজা।
স্থিতিং করোতি ভূতানাং
সৈব কালে সনাতনী’।
• জীবনে অনেক সময় নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়, বিপদ কাটলেই দেখা যায় নতুন আলোর দিশা। জীবনের সমস্ত বিপদের হাত থেকে মুক্তি লাভের জন্য জপ করুন –
‘ওঁ হ্রীং দুর্গে দুর্গে
রক্ষণী রক্ষণী স্বাহা’।
দুর্গা মন্ত্রের ক্ষেত্রে আপনি যতবার জপ করবেন ততই শুভবার্তা বর্ষণ হবে আপনার জীবনে। গৃহে সর্বদা বিরাজ করবে সুখ শান্তি। তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহালয়া দিন উপরিউক্ত মন্ত্র গুলি জপ করতে পারেন। তবে সেক্ষেত্রে যেন অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা থাকে।