Tuesday , December 6 2022

মহালয়ার দিন যে কাজগুলি একেবারেই করবেন না?জেনে রাখা জরুরি?

মহালয়ার ভোর মানেই রেডিও থেকে ভেসে আসা মহালয়ার সুর অথবা টিভির পর্দার সামনে পরিবারের সমস্ত সদস্যদের সাথে বসা। মহালয়ার দিনটিকে নিয়ে হিন্দু সংস্কৃতিতে প্রচলিত রয়েছে নানান বিশ্বাস এবং অবিশ্বাস। মহালয়ার দিন কিছু কাজ অবশ্যই যেমন মেনে চলা উচিত তেমনই আবার কিছু কাজকে এড়িয়ে যাওয়া দরকার। যে কাজ গুলো অবশ্যই মেনে চলবেন সেগুলি হল –

•এই ভালো দিনে পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন। এতে মনে প্রশান্তি আসে এবং পূণ্য অর্জন করা যায়।

•পারলে আপনার সামর্থ্য মত এই দিনটিতে দরিদ্র বা অসহায় ব্যক্তিদের খাবার ও বস্ত্র দান করুন।

•যারা তর্পণ করতে যান না তারা অবশ্যই পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে তাদের প্রিয় খাবারগুলি ছবির সামনে সাজিয়ে দিতে পারেন।

•মহালয়ার দিন ভোর থাকতেই ঘুম থেকে উঠে পড়ুন এবং সকাল-সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন।

•তর্পণ করতে গেলে অবশ্যই ধুতি পড়বেন এবং তর্পণ শেষ না হওয়া পর্যন্ত খালি পেটে থাকার চেষ্টা করবেন।

•মহালয়ার দিন রামায়ণ, মহাভারত, গীতা পাঠ করা অত্যন্ত মঙ্গল জনক বলে মনে করা হয়। এছাড়াও আপনি চাইলে ভগবান বিষ্ণুর নাম জপ করতে পারেন।

মহালয়ার দিন যে কাজগুলি থেকে একেবারেই বিরত থাকবেন –

•আমিষ একেবারেই খাওয়া চলবে না। অবশ্যই এই দিনের রান্না করা পদ গুলি যেন নিরামিষ হয়।

•যে ব্যক্তি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন তিনি চুল, দাড়ি এবং নখ কাটবেন না।

•পিতৃপুরুষদের ছবির সামনে নিরামিষ খাবার দিতে পারেন, কিন্তু আমিষ একেবারেই নয়।

•মহালয়ার দিন চেষ্টা করুন মদ্যপান এবং ধূমপান থেকে দূরে থাকার।

•এই দিন বাড়িতে কোন অসহায় ব্যক্তি সাহায্য প্রার্থনা করলে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য মত সাহায্য করার চেষ্টা করবেন।

•যেহেতু মহালয়ার দিন অমাবস্যা তিথি থাকে, তাই অনেকেই মনে করেন এই দিনে কোন শুভ কাজ করতে নেই। যেমন কোন নতুন ব্যবসা শুরু করা বা শুভ বিবাহের আলোচনা করা কিংবা গাড়ি-বাড়ি কেনা ইত্যাদি।

• বাঙালিদের অনেক রান্নাতেই কালো তিল ব্যবহার হয়। কিন্তু মহালয়ার দিন রান্নায় একদম কালো তিল ব্যবহার করা যাবে না।

Check Also

শিবলিঙ্গ জড়িয়ে সাপ, মহাদেবের সঙ্গেই পূজিত হচ্ছেন নাগদেবতা, তুমুল ভাইরাল ভিডিও

মহাদেবের মন্দিরে মহাদেবের সঙ্গে পূজিত হচ্ছে এক বিষধর সাপ। মহাদেবের লিঙ্গ কে একেবারে জড়িয়ে ধরে ...

Leave a Reply

Your email address will not be published.