মধ্যমগ্রাম বাদু কাঞ্চনতলায় অন্যতম জাগ্রত কল্যাণ মন্দিরে প্রতিবছরের মত এবছর শ্যামাপুজো চলছে বৃহস্পতিবার রাতে। এই মন্দির শুধু এই রাজ্য নয় গোটা দেশের মানুষের পরিচিত। এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে ভক্তরা আজও আসে এই কল্যান মন্দিরে। মাতৃশাধক ইশ্বর দিলীপ কুমার চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত এই মন্দির।
দীর্ঘ ৪৭ বছর ধরে এই মন্দিরে একই নিয়মে মাতৃ আরাধনার মধ্য দিয়ে শ্যামাপূজা ও বাৎসরিক পুজা মহালয়া উদিযাপিত হয়।কষ্টিপাথরের মূর্তি সকাল থেকে পুরনো রীতি মেনে মাতৃ আরাধনা চলে এবং রাতে ঘট বসিয়ে দীপান্বিতা পুজো উদযাপন হয় প্রতিবছরের মতো। বর্তমান প্রয়াত দিলীপ কুমার চট্টোপাধ্যায়ের নাতি শঙ্খ চ্যাটার্জী এই পুজো ও মন্দিরের পৃষ্ঠপোষক।
দাদুর কাছ থেকেই সব শিক্ষা,বর্তমানে এই জাগ্রত মন্দিরের সব দায়িত্ব থেকে অগুনতি ভক্তদের সাথে যোগসূত্র আজও একই ভাবে সামলে চলেছেন। নিজে হাতে সমস্ত পুজোর আয়োজন এমং দূর দুরান্ত আসা ভক্তদের সাথে দেখা করা, তাদের সাথে কথা বলে শঙ্খ চ্যাটার্জী নিজেই করেন।রাজ্য সরকারে নির্দেশমতো কোভিড স্বাস্থ্য বিধি মেনেই এবছরের পুজোর আয়জন করা হয়।