মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে রেকর্ডহারে কমল সোনার দাম’ মার্কেটে প্রচুর ক্রেতা !
একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমল সোনার দাম। সোনার দাম কমে ১০ গ্রামে ৫০,০০০
টাকার নীচে নেমে গিয়েছে । ম,সিএক্সে সোনার দাম হয়েছে ৪৯,৬৬০ টাকা।
পাশাপাশি রুপোরও দাম কমেছে ৩ শতাংশের মতো। সোনার দাম রেকর্ডহারে বৃদ্ধি পেয়েছিল প্রতি ১০ গ্রামে সোনার দরছিল ৫৬,২০০ টাকা। সেখান থেকে দাম এখন ১০ গ্রামে ৬,০০০ টাকার বেশি পড়ে গিয়েছে;
বি’শেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কিন ডলারের দাম বাড়লে তা সোনার দামে প্রভাব ফেলে। তাই’ সোনার দামে এই পতনের কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধি ও মার্কিন আর্থিক প্যাকেজের অনিশ্চয়তাকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
শু’ধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ৬ সপ্তাহের সর্বনিম্ন, স্পট প্রাইস কমে গিয়ে দাঁড়িয়েছে আউন্স পিছু ১,৮৮৭.৩৫ টাকা। উল্লেখ্য, এ নিয়ে পরপর তৃতীয় দিন এভাবে মন্দার মুখোমুখি হল সোনার বাজার”‘