অনেকেই বলে বহু পশু-প্রাণীরা কিন্তু ভগবানের আরেক রূপ। সাদা পেঁচাকে অনেকেই বলে লক্ষ্মী। সেরকম কিন্ত ভগবান শিবের সঙ্গে সাপের একটা যোগ সূত্র আছে। আর এবার এক বিশোধর সাপ শিবলিঙ্গ জড়িয়ে আগলে রয়েছে। যা দেখলে আপনার শিহরণ দিতে বাধ্য।
সাপ দেখে সকলেই ভয় পায়। তবে,কিন্ত শিব মূর্তি গুলিতে দেখা যায় শিবের গলায় সাপ জড়িয়ে থাকতে। আর এবার সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সকলের গায়ে কাঁটা দেবেই।
সোশ্যাল মিডিয়ার যুগে এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে সকলেই অবাক হয়। অনেক না জানা তথ্য কিন্ত সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হয়ে যায়। আর এবার এক মন্দিরের এক কাল কেউটে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে ফণা তুলতে দেখা গেল।
মন্দিরের সামনে এক বটগাছ তলায় অনেক মানুষ। সকলেই এরকম বিরল ঘটনা নিজে চোখে দেখতেই হাজির হয়েছেন। বিষধর সাপকে উদ্ধারের আগে গ্রামবাসীরা মেতে ওঠে নিজে চোখে অলৌকিক ঘটনা দেখতে।