Friday , September 29 2023

বাড়ির ছাদে সাদা শাড়ি পরে ভোজপুরী গানে তুমুল নাচ সুন্দরী যুবতীর! মুহূর্তে ভাইরাল হল ভিডিও।

মানুষের মধ্যে অনেক ধরনের গুণ থেকে থাকে হয়তো সেগুলি হয়তো সে নিজেই জানে না বা উপলব্ধি করতে পারে না । আগেকার যুগে মানুষের ক্ষেত্রেও একই ঘটনা দেখা যেত । কিন্তু আগেকার যুগের এবং বর্তমান যুগে মানুষের মধ্যে পার্থক্য একটাই সেটা হচ্ছে প্রচার এবং সোশ্যাল মিডিয়ায় ।

প্রচার এর সাথে সোশ্যাল মিডিয়া ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত সেটা নতুন করে বলার কোন অপেক্ষা রাখে না । আগেকার যুগে মানুষদের প্রতিভা কখনোই বাইরে প্রকাশিত হতো না প্রচারিত হতো না সেই সুযোগ ছিল না তাদের ।তাই অগোচরে হারিয়ে গেছে বহু শিল্পী ।

আমরা এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নাচ গান আবৃত্তির ঘটনা দেখে থাকব । তার সাথে সাথে দেখে থাকবো বিভিন্ন শিক্ষামূলক সামাজিক ও রাজনৈতিক ঘটনা ।কিন্তু সেই সমস্ত ঘটনাবলি কখনো কখনো ছাপিয়ে যায় অন্য ঘটনা দ্বারা। যেমনটা এবার ঘটতে দেখা গেল । মুগ্ধ হয়ে নেট দুনিয়ার মানুষ দেখল সেই যুবতীকে ।

কিন্তু কেন? কারণ অসম্ভব সুন্দর কায়দায় বাড়ির ছাদে কোমর দুলিয়ে এই যুবতী ।ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে কালো ব্লাউজ আর সাদার ওপর প্রিন্টেট শাড়ী পরে বাড়ির ছাদের দূর্দান্ত ডান্স করছেন এই যুবতী। মিউজিকের তালে কোমরে হিল্লোল তুলেছেন। তার বডি মুভস, এক্সপ্রেশন বলে দিয়েছে তিনি নাচে কতটা পটিয়সী।

খোলা ছাদে নীল আকাশের নীচে যেন তিনি নিজেকে মেলে ধরেছেন।রবীনা ট‍্যান্ডনের অভিনীত সিনেমার সুপারহিট গান “গোরে তানসে সারকাটা যায়”-এর তালে অসাধারণ ডান্স পরিবেশন করেছেন এক যুবতী। ইতিমধ্যে ইউটিউবে সেই ভিডিওটি 20 লক্ষ্যের মানুষ দেখে ফেলেছে এসেছে প্রচুর মন্তব্য ।

 

Check Also

সোনায় সোহাগা বাদামকাকু! ‘কাঁচা বাদাম’ গেয়ে হয়েছে বাড়ি, গাড়ি, এবার ইউটিউব ষ্টার ভুবন বাদ্যকর

পেশায় ছিলেন বাদাম বিক্রেতা, বাদাম বিক্রি করে যে টাকা বাড়ি নিয়ে যেতেন তা দিয়েই চলতো ...

Leave a Reply

Your email address will not be published.