Friday , March 31 2023

বাস্তু টিপস : ঘরের বাইরে কখনই এই জিনিস রাখা ঠিক নয় ! না হলে জলের মতো বেরিয়ে যাবে টাকা

জ্যোতিষশাস্ত্রের মত বহু মানুষ বাস্তুশাস্ত্র মেনে চলেন। বাস্তুশাস্ত্রের সাথেই জড়িয়ে রয়েছে নানান প্রচলিত ধ্যান-ধারণা এবং বিশ্বাস, যার সাথে কিন্তু কোন বৈজ্ঞানিক যুক্তি জড়িয়ে নেই। তাই আজকের প্রতিবেদনের এই বিষয়টি মানা বা না মানা ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। বাস্তু অনুসারে, আমাদের চারপাশে দুই ধরনের শক্তি রয়েছে। একটি হল পজিটিভ এনার্জি- যা খুশি রাখার পাশাপাশি ভালো কাজ করতে এবং পরিবারের সাথে থাকতে অনুপ্রাণিত করে। অন্যদিকে নেতিবাচক শক্তি , যার কারণে আপনি মানসিক চাপে থাকেন এবং ঘরের পরিবেশও খুব একটা ভালো থাকে না।

বাস্তুশাস্ত্রে এগুলিকে দোষ হিসাবে বিবেচনা করা হয় যা নেতিবাচক শক্তির জন্য দায়ী । এই কারণে আপনার চারপাশের জিনিসগুলির দিকে নজর রাখা উচিত যাতে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে না পারে। এই প্রতিবেদনে এমন কিছু জিনিসের কথা জানবেন, যা বাড়ির সামনে থাকা উচিত নয়। যা বাড়ির আর্থিক ও মানসিক অবস্থাকে প্রভাবিত করবে।

•বাস্তু নিয়ম অনুসারে বাড়ির মূল দরজার সামনে কোনও গাছ বা স্তম্ভ থাকা উচিত নয়। এ কারণে শিশুরা কষ্ট পায়। বলা হয়ে থাকে যে শিশুর বিকাশও ঠিকমতো না হওয়ার পাশাপাশি তার কর্মজীবনে বাধার সৃষ্টি করে।

• এছাড়া বাড়ির মূল দরজার সামনে যেন গর্ত বা কূপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এতে মানসিক অসুস্থতা ও কষ্ট বৃদ্ধি পায়।

•বাড়ির মূল দরজার সামনে কাদা থাকলে শোক হয়। পাশাপাশি বাস্তুশাস্ত্র অনুসারে কাদা থাকলে নেতিবাচক শক্তিও তৈরি হয়। কথিত আছে যে এর ফলে বড় ধরনের ক্ষতি হয়।

• এছাড়াও যদি মূল দরজার সামনে সামনে নোংরা জল জমে থাকে তাহলে আপনি আর্থিক ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারেন।

Check Also

ডিসেম্বরেই শুরু হচ্ছে মল মাস, এই কাজগুলি ভুলেও করবেন না

Malmaas 2022: হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি শুভ কাজ করার জন্য কিছু শুভক্ষণ বা মুহূর্ত থাকে। এমনও ...

Leave a Reply

Your email address will not be published.