Friday , September 29 2023

বাড়িতে আরশোলা-ছারপোকা-মাকড়সা বা টিকটিকির উপদ্রব বাড়ছে? ১ সেকেন্ডে মরে যাবে, আজই বাড়িতে এই লিকুইড বানিয়ে ট্রাই করুন

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের উপকার আমরা পাই। এমন কিছু তথ্য জানা যায় যেগুলো সত্যিই উপকারী এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে ।আমাদের সকলের বাড়িতেই কমবেশি পোকামাকড়ের উপদ্রব রয়েছে ।অনেক চেষ্টা করেও এই পোকামাকড় গুলিকে তাড়াতে পারেন না অনেকেই।

আরশোলা ,টিকটিকি, মাকড়সা ইত্যাদি নানান ধরনের পোকামাকড়ের উপদ্রব এ নাজেহাল প্রত্যেকে ।এদেরকে মারার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা ঘরোয়া টোটকা থাকে ।কিন্তু বেশিরভাগ সময়ে কোনো কিছুতেই কাজ হয়না ।এমন একটি পদ্ধতি রয়েছে যেটির মাধ্যমে আপনি বাড়ির পোকামাকড় তাড়াতে পারেন ।তার জন্য আপনাকে বাড়িতে একটি মিশ্রণ তৈরি করতে হবে।

এই মিশ্রণটি তৈরীর জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে ন্যাপথালিন নিয়ে সেটিকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে । এর পরিবর্তে কর্পূর ও ব্যবহার করা যেতে পারে। ন্যাপথালিন গুঁড়ো করে নেওয়ার পর সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো নিতে হবে। এরপর ন্যাপথালিন গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে ।

তারপর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। এরপরের মধ্যে কিছুটা পরিমাণ লবণ ,স্যাভলন, ভিনেগার এবং কিছুটা লেবুর রস দিতে হবে। এবার ভাল করে মিশিয়ে নিয়ে সেটিকে স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে এই পোকামাকর গুলি রয়েছে সেসব জায়গায় স্প্রে করে দিতে হবে ।তাহলেই দেখবেন আপনার বাড়িতে পোকামাকড় এর উপদ্রব একেবারে কমে গেছে।

Check Also

কিনতে যেতে হবে না, বাড়ির সাধারণ পাত্রে লাগান শসা, খেয়াল রাখুন এই ৭টি বিষয়

যে ফসল গুলি বা ফলগুলি বারো মাস পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো শসা ...

Leave a Reply

Your email address will not be published.