Friday , September 29 2023

বাচ্চার চোখে সবসময় কাজল দিয়ে রাখেন? অজান্তে কতটা ক্ষতি করছেন জানেন

ভারতবর্ষে জন্মের পর থেকে শিশুর চোখে কাজল প্রয়োগ করা শিশুকে খারাপ নজর থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। আদপে তা কতটা সত্য জেনে নিনঠাকুমা-দিদিমার সময় থেকে চলে আসছে বাচ্চাদের কাজল পরানোর রীতি। শিশুর জন্মের পর থেকে বাড়িতেও নিয়ম করে কাজল পাতা শুরু হয়ে যায়। হাল আমলেও এর জনপ্রিয়তা কমেনি একটুও। বলা হয়, কাজল পরালেই নাকি বাচ্চার চোখ হবে টানা-টানা! আর এই কাজলের জনপ্রিয়তায় অনেকদিন ধরেই লাগাম টানার চেষ্টা করছেন ডাক্তারবাবুরা।

কিছু অভিভাবক আবার বিশ্বাস করেন যে কাজল শিশুর চোখের আকার বাড়ায়, এটি নাকি চোখকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে। এই কাজন নিয়ে নিয়ে নানা মত, নানা দ্বন্দ্ব। আর এর যাঁতাকলে পড়ে ভুল করে ফেলেন নতুন মায়েরা। বাচ্চার ওই ছোট্ট চোখ দুটিতে কাজল পরানো উচিত কি? কাজল নিয়ে নানা ভ্রান্ত ধারণার বিশ্লেষণ রইল এই প্রতিবেদনে।
​কাজল নিয়ে যে মিথগুলি প্রচলন রয়েছে

শিশুদের চোখে কাজল লাগানো নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে,যা নিয়ে নতুন মায়েদের মনে নানা ধরনের বিভ্রান্তিও ছড়ান বাড়ির বড়রা। আপনারও যদি বাচ্চা থাকে এবং আপনিও যদি তার চোখে কাজল লাগিয়ে রাখেন তাহলে প্রথমে তার সম্পর্কে সঠিক তথ্যটি জেনে নিন। এই প্রবন্ধে আমরা শিশুদের চোখে কাজল লাগানোর বিষয়ে ছড়িয়ে থাকা কিছু মিথের কথা বলা হচ্ছে।

​কাজল শিশুর চোখের গঠন ভালো হয়

না, এমন হয় না। একটি শিশুর মুখের শারীরিক বৈশিষ্ট্য কেবলমাত্র তার জিন দ্বারা নির্ধারিত হয়। তাই এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কাজল পড়ালে চোখের গঠন ভালো হবে এটির কোনও যুক্তি নেই।

​কাজল লাগালে শিশুর দীর্ঘক্ষণ নাকি ঘুমায়

এই মিথটিকে সমর্থন করার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। শিশুরা এমনিতেই দিনে 18 থেকে 19 ঘন্টা ঘুমায়, কাজল পরালেই যে শিশু বেশি করে ঘুমাবে এর কোনও যুক্তি নেই। ঘুম একটি শিশুর বয়সের সঙ্গে সঙ্গে হ্রাস পায় যা তার বিকাশের একটি অংশ। তাই এই রকমের মিথের কোনও যুক্তি নেই।

ঘরে তৈরি কাজল কি নিরাপদ?

এর উত্তর হিসেবে বিশেষজ্ঞরা বলেছেন দোকান থেকে কেনা কাজলের চেয়ে বাড়িতে তৈরি কাজল নিরাপদ হতে পারে, তবে এই কাজলেও কার্বনও রয়েছে যা শিশুর চোখের জন্য কখনই নিরাপদ নয়। এছাড়াও, কাজল লাগানোর সময় আপনার আঙুল শিশুর চোখে সংক্রমণের কারণ হতে পারে। এটি একটি পুরনো বিশ্বাস এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই শিশুকে খারাপ নজর থেকে রক্ষা করবে এমন ভেবে কাজল কখনই লাগাবেন না।

​চোখের আকৃতি ঠিক করে

না, এটা কখনই সত্যি নয়, হলে ডাক্তাররা রোগীদের চোখ ভালো করার জন্য কাজল প্রেসক্রিপশনে লিখে দিতেন। কাজল শিশুর চোখের আকৃতিকে প্রভাবিত করে না।এই বিষয়ে NCBI-এর গবেষণা অনুসারে, বেশিরভাগ বাণিজ্যিক কাজলে উচ্চ মাত্রার সীসা থাকে। গবেষণায় আরও দেখা গিয়েছে যে কাজল গ্যালেনা (PbS), মিনিয়াম (Pb3O4), নিরাকার কার্বন, ম্যাগনেটাইট (Fe3O4) এবং জিনসাইট (ZnO) নিয়ে তৈরি হয়। এগুলোর দীর্ঘমেয়াদি ব্যবহারে শরীরে অতিরিক্ত সীসা জমে যা মস্তিষ্ক ও অস্থিমজ্জাকে প্রভাবিত করে, খিঁচুনি বা রক্তস্বল্পতা সৃষ্টি করতে পারে।

Check Also

আসুন জেনে নেই খেজুর আমাদের কি কি উপকার করে

হাজার হাজার বছর পূর্বে যখন খেজুর আবিষ্কৃত হয় তখন থেকেই তা নিরাময় ক্ষমতা সম্পন্ন বলে ...

Leave a Reply

Your email address will not be published.