Friday , March 31 2023

বাংলার জয়জয়কার! জাতীয় মঞ্চে দুর্দান্ত গান গান গাইলো ঘাটালের মেয়ে অঙ্কনা, মুগ্ধ বিচারকরা

এই যুগ হল রিয়ালিটি শোর যুগ। এখন বিভিন্ন চ্যানেল বিভিন্ন ধরনের রিয়ালিটি শো করে। এইসব শো তে অনেক সাধারণ মানুষের আশ্চর্য প্রতিভা উঠে আসতে দেখা যায়। এর আগেও রিয়ালিটি শো থেকে শ্রেয়া ঘোষাল, (Shreya Ghoshal) সুনিধি চৌহান, (Sunidhi Chouhan) মোনালি ঠাকুর, (Monali Thakur), অরিজিত সিং (Arijit Singh) নেহা কক্কর (Neha Kakkar) প্রভৃতি অসংখ্য প্রতিভা উঠে এসেছেন। সেইরকম আরেকটি বাচ্চা মেয়ে গান গেয়ে সম্প্রতি সবার মন জয় করল।

ইলিয়াস বিশ্বাস (Ilias Biswas) নামে একটি ফেসবুক (Facebook) একাউন্ট থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩.১ মিলিয়ন মানুষ এটি দেখেছেন। ১৯৬ হাজার জন এটি লাইক করেছেন। ১৭ হাজার বার এটি শেয়ার করা হয়েছে। এ থেকেই বোঝা যায় এটা সবার কতটা পছন্দ হয়েছে।

জানা যাচ্ছে জি টিভির (Zee Tv) রিয়ালিটি শো সারেগামাপা লিটিল চ্যাম্পস (Saregamapa Little Champs) অনুষ্ঠানের অডিশন রাউন্ডে মেয়েটি এই গান গেয়েছে। মেয়েটির নাম অঙ্কনা দে, তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। সে অত্যন্ত সাবলীলভাবে “করিব” সিনেমার “চোরি চোরি জব নজরে মিলি” গানটি গেয়েছে। গানের সমস্ত কঠিন মুহুর্তে সে এত সহজে গেয়েছে তা দেখে সত্যিই অবাক হতে হয়।

শংকর মহাদেবন (Shankar Mahadevan) সহ অন্য বিচারকরা তাকে আদরে ভরিয়ে দিয়েছেন। তাঁদের মতে অংকিতা অসাধারণ গায়। এত প্রশংসা শুনে অঙ্কনা মঞ্চে কেঁদে ফেলে। কমেন্টবক্সে নেটিজেনরা কেউ কেউ অংকিতার মধ্যে ভবিষ্যতের শ্রেয়া ঘোষালকে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.