ফের বাড়ল দেশের করোনা গ্রাফ। সাময়িকভাবে স্বস্তি দিলেও ফের একবার ২০ হাজারের গণ্ডি টপকে গেল দেশের দৈনিক সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। ফের বেড়েছে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা। একদিনে দেশে করোনায় আক্রান্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এদিকে দৈনিক পজিটিভিটি রেট ৪.১৩ শতাংশ। এই মুহূর্তে গোটা দেশে মোট চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৫৪।
#COVID19 | India reports 20,557 fresh cases, 18,517 recoveries, and 40 deaths in the last 24 hours.
Active cases 1,45,654
Daily positivity rate 4.13% pic.twitter.com/0IZ7S4iJCK— ANI (@ANI) July 20, 2022