অন্যান্য ব্যাঙ্কগুলি যেখানে দেউলিয়া হয়ে যাচ্ছে বা টাকা-পয়সার ধুলিস্যাৎ করার মতন ঘটনা সামনের সারিতে উঠে আসে সেখানে কিন্তু পুনরায় একচেটিয়া বাজার দখল করতে চলেছে পোস্ট অফিস । গ্রামীণ পোস্ট অফিসের উপর আস্থা বেড়েই চলেছে প্রতিনিয়ত । সাধারণ মানুষের সাথে সাথে বর্তমান সময়ে পোস্ট অফিস গুলি যে পরিমাণ ইন্টারেস্ট দিয়ে থাকে আমানতকারী কে ।তাতে কোন অংশে ব্যাংক থেকে কম নয় ।তাই অধিকাংশ মানুষ ব্যাংকে পাশাপাশি পোস্ট অফিস ভরসা রাখতে ।
একাধিক যাবতীয় প্রকল্প ইতিমধ্যে পোস্ট অফিসের তরফ থেকে ঘোষণা করা হয়েছে । তবে সম্প্রতি যে প্রকল্প তারা ঘোষণা করেছে তাতে উপকৃত হবে বহু সাধারণ মানুষেরা আসুন ।আমরা আজকের এ প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেবো যে কি এই প্রকল্প কত টাকা বিনিয়োগ করলে কত টাকা সুদ পাওয়া যাবে এই সংক্রান্ত যাবতীয় তথ্য
পোস্ট অফিসের এই প্রকল্পের অধীনে ১০০ বা ১০০০-এর শ্রেণিতে বিনিয়োগ করতে পারবেন আমানতকারী। তবে এই বিষয়ে একটা শর্ত রেখেছে ইন্ডিয়া পোস্ট। যেখানে বলা হয়েছে, কোনও ব্যক্তি একা এই প্রকল্পে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা রাখতে পারবেন। যৌথ অ্যাকাউন্ট হোল্ডার হলে এই প্রকল্পে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা রাখা যাবে। আমানতকারীরা প্রতি মাসে সুদ পাবেন তার জন্য একে মান্থলি ইনকাম স্কিম বলা হয়ে থাকে । এই প্রকল্পে বিনিয়োগ করলে কোনও ব্যক্তি এখন ৬.৬ হারে সুদ পাবেন। সিম্পল ইন্টারেস্টের ওপর ভিত্তি করেই এই সুদ পাওয়া যাবে। প্রতি বছর এই সুদ পাওয়া যাবে।
কেউ পোস্ট অফিসের প্রকল্পে ৫০,০০০ টাকা রাখলে প্রতি মাসে ২৭৫ টাকা পাবেন তিনি। প্রতি বছর সেই হিসাবে সুদ আসবে ৩৩০০টাকা। ৫ বছর এই স্কিমে টাকা না তুললে কোনও ব্যক্তি সুদ পাবেন ১৬,৫০০ টাকা।একইভাবে কোনও আমানতকারী এই প্রকল্পে ৪.৭৫ লক্ষ টাকা রাখলে সেই থেকে তিনি প্রতি বছর সুদ পাবেন ২৯,৭০০টাকা। প্রতি মাসে সুদ হিসাবে তাঁর ঘরে ঢুকবে ২৪৭৫ টাকা। পাঁচ বছর সেই টাকা রাখলে বিনিয়োগকারী কেবল সুদ পাবেন, ১,৪৮,৫০০ টাকা। তাহলে এই প্রকল্প সাধারণ মানুষের সুবিধা করবে এমনটা আশা করা যেতেই পারে ।