রচনা ব্যানার্জির দিদি নং ওয়ান গত দশ বছরের বেশী সময় ধরে সাধারণ দিদিদের অসাধারণ কার্যকলাপের সাক্ষী থেকেছে। আমজনতা থেকে স্টার,সকলেই সমান প্রাধান্য পায় এই মঞ্চে। ছবির প্রোমোশন হোক কিংবা জি বাংলার নতুন সিরিয়ালের কলাকুশলীরা,সকলেই একবার করে এসে ঘুরে যায় এই মঞ্চে। গত ১২ ডিসেম্বর থেকে জি বাংলা শুরু হয়েছে ‘তোমার খোলা হাওয়া’। সেই সুত্রেই ধারাবাহিকের,
কলাকুশলীরা এসেছিলেন মঞ্চে। স্বস্তিকা দত্ত ও শুভঙ্কর সাহা অভিনীত ভিন্ন স্বাদের গল্পের সাক্ষী থাকবেন দর্শকরা এবার, সেই আশাই দেওয়া হল এই মঞ্চে। শুধু কি তাই, রচনার কথা শুনে হেসে কুটিকুটি হওয়ার জোগার সকলের। আসলে, পোর্ডিয়ামে সবার আগে দাঁড়িয়েছিল স্বস্তিকা-শুভঙ্কর। রচনা স্বস্তিকাকে জিজ্ঞাসা করেন, “স্বস্তিকারও কি বিয়ে করতে ভয় পাবে?” উত্তরে অভিনেত্রী বলে ওঠেন, “উফফ বাবা! আবার পেটে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। না না, বিয়ে-টিয়ে হবে না আমার দ্বারা।” রচনা অবাক হয়ে জানতে চান, “বিয়ে করবি না, তুই ঘুরে বেড়াচ্ছিস?” স্বস্তিকা অকপটে স্বীকার করেন, “আমার টেনশন হয়, সবকিছুতে।
আমি ‘দিদি নম্বর ওয়ান’-এ আসি না কারণ আমার টেনশন হয়।” আর স্বস্তিকার এই কথায় সায় দেন সহ প্রতিযোগী তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। তিনি জানান, টেনশনে ভুক্তভোগী তিনিও। দিদি নং ওয়ানে আসার আগের রাতে তিনি ‘এবার বলো’ প্র্যাক্টিস করেন। স্বস্তিকা জানায়, সে ও বাড়িতে এবার বলো ব্যাপারটা শিখে এসেছে। তাই এবার সে দিদি নং ওয়ান খেলতে প্রস্তুত। হঠাৎই রচনা বলেন, “তাই জন্যই এত গান শুনতে ইচ্ছে করে?” প্রসঙ্গত, সঙ্গীতশিল্পী শোভনের সঙ্গে সম্পর্কে রয়েছেন স্বস্তিকা, এটা টলিপাড়ার ওপেনসিক্রেট। সেই বিষয়টা রচনা উস্কে দিতেই লজ্জায় লাল হয়ে যান তিনি। শেষে সে জানায়, বিয়ে করলেও খরচ করবেন না তিনি, টাকা জমিয়ে ঘুরতে যেতে চান। এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছিল।