Friday , September 29 2023

পাকিস্তানি নৃত্যশিল্পীর বেলি ডান্স মন কেড়েছে নেটজনতার, টাকার বৃষ্টি চোখ ধাঁধিয়েছে

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কারোর প্রতিভা নেটমহলের নজর টানে তাহলে সেই নির্দিষ্ট ভিডিও কিংবা ছবি গোটা নেটমহলে ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি তেমনই একটি নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘আলি মুভিজ পিপ্ল্যান’ থেকে ৪ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত সেই ভিডিওটিই পৌঁছে গিয়েছে ৯০ লাখের কাছাকাছি মানুষের কাছে। ভিডিওতে দুই পাকিস্তানি নৃত্যশিল্পীকে ভরা আসরে দুর্দান্ত বেলি ডান্স করতে দেখা গিয়েছে। বলিউডের হিট গান ‘তু শায়ের হে মে তেরি শায়েরি’র তালেই ভিডিওতে আসর জমাতে দেখা গিয়েছে তাদের। কালো রঙের ক্রপ টপ ও কালো ডেনিমে ছিলেন রিমল আলি শাহকে। পাশাপাশি অন্যজনকে দেখা গিয়েছিল লাল পোশাকে। বলাই বাহুল্য, আসরে তাদের প্রতিটা ঠুমকা টাকার বৃষ্টি আনছিল। আসরে উপস্থিত সকলেই রীতিমতো মজে উঠেছিলেন নাচ দেখে। সেকথা অবশ্য ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে।

ভাইরাল হওয়া ভিডিওতে সবথেকে বেশি নজর কাড়তে দেখা গিয়েছে রিমল আলি শাহকে। তিনি খুব সম্ভবত পাকিস্তানি নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন। তার সাথে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। তবে সবার মাঝে নজর কেড়েছেন রিমল। খোলা চুলে রীতিমতো আবেদনময়ী রূপেই দেখা গিয়েছিল তাকে। কোন একটি দাওয়াতের অনুষ্ঠানেরই দৃশ্য এটি। তবে এই দৃশ্য পাকিস্তানিদের কাছে নতুন কিছু নয়। তাদের যেকোন ছোট-বড় অনুষ্ঠানেই উপস্থিত থাকতে দেখা যায় এমন এক বা একাধিক নৃত্যশিল্পীকে। আপাতত, রিমল আলি শাহের এই ভিডিওটি নিয়েই চর্চা চলছে একাংশের মাঝে। রইল সেই ভিডিওই, দেখে নিন।

Check Also

অসহায় বাবা বাড়ি বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছিলেন, ছেলে আজ IAS অফিসার

সন্তানের জীবনে মা বাবার থেকে বেশি অবদান হয়তো আর কারো থাকে না। ছেলের ভালোর জন্য ...

Leave a Reply

Your email address will not be published.