Friday , September 29 2023

নাগপঞ্চমীতে দেবী মনসাকে সন্তুষ্ট করলেই কেটে যায় বিপদ, কীভাবে পুজো করবেন ?

কথিত আছে, মা মনসার জন্ম হয়েছিল পদ্মপাতায়। তাই দেবীর অপর নাম পদ্মাবতী। আজ গঙ্গা পুজোর সঙ্গে সঙ্গে হচ্ছে মনসা পুজো। কেন গ্রাম বাংলায় এই পুজো এত গুরুত্বপূর্ণ, তা জেনে নিন- মা মনসা হলেন সর্পের দেবী। মায়ের পুজো করে যেমন সর্প ভয় দূর হয়, তেমনই পাওয়া যায় মায়ের অপার করুণা।

কথিত আছে, মা মনসার জন্ম হয়েছিল পদ্মপাতায়। তাই দেবীর অপর নাম পদ্মাবতী। আজ গঙ্গা পুজোর সঙ্গে সঙ্গে হচ্ছে মনসা পুজো। কেন গ্রাম বাংলায় এই পুজো এত গুরুত্বপূর্ণ, তা জেনে নিন-

গ্রাম বাংলার প্রতিটি জায়গায় মা মনসার মন্দির দেখতে পাওয়া যায়। আগেকার দিনে বর্ষাকালে প্রচুর সাপের প্রাদুর্ভাব ছিল, প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যেতেন। সেই সময় থেকে মা মনসারুপূজো বহুল প্রচলিত হয় গ্রাম বাংলায়। মনে করা হয়, মা মনসা তুষ্ট হলে মানুষ বিপদমুক্ত থাকবেন। তাই এদিন মেয়েরা ব্রত করে উপবাস থেকে সাপের গর্তে দুধ ঢালেন।

Check Also

ডিসেম্বরেই শুরু হচ্ছে মল মাস, এই কাজগুলি ভুলেও করবেন না

Malmaas 2022: হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি শুভ কাজ করার জন্য কিছু শুভক্ষণ বা মুহূর্ত থাকে। এমনও ...

Leave a Reply

Your email address will not be published.