Sunday , February 5 2023

নদীতে ভেসে আসছে কোটি টাকার সোনা, শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে

নদীতে ভেসে আসছে কোটি কোটি টাকার সোনা; শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। নদীতে বয়ে আসছে সোনার টুকরো। স্থানীয় মানুষ সেই কুড়েতই ব্যস্ত। কুড়িয়েও পেয়েছেন; সেই টুকরো। ছত্তিশগড়ের যশপুরে‌ নদীতে; সোনার কুচি ভেসে আসতে দেখা গিয়েছে। এক দু টুকরো সোনা কুড়িয়েও; পেয়েছেন স্থানীয়রা। স্থানীয় মানুষের অনুমান; এলাকায় নিশ্চয় এক মহামূল্যবান সোনার খনি রয়েছে।

না হলে এত সোনা আসছে কোথা থেকে? মহামূল্যবান সোনার খনিতেই জমা আছে রাশি রাশি সোনা। ছত্তিশগড়ের যশপুরে ঘনিয়ে উঠছে; সোনার খনির রহস্য রহস্য, মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের কানে খবর পৌঁছালেও; সোনা পাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। ছত্তিশগড়ের যশপুরে‌ নদীতে ভেসে আসছে সোনার কুচি

তবে প্রশাসন সোনার খনি খোঁড়ার; সবরকম ব্যবস্থা শুরু করেছে। স্থানীয়দের মতে; সোনার সন্ধান পাওয়াটা নতুন কিছু নয়। এলাকার আদিবাসী জনগোষ্ঠী; ঝোরার গোষ্ঠীভুক্তদের কাছ থেকে অনেক দিন থেকে; সোনা কুড়িয়ে পাওয়ার কথা শোনা যাচ্ছে।

স্থানীয় নদী থেকে সোনা কুড়িয়ে পাওয়ার খবর পাওয়া নিয়ে; আলোচনা চলছে। সেই কারণে; এলাকার নামকরণ করা হয়েছে সোনাঝুরি। ২০১২ সালে এই বিষয়টি কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে; দেখতে শুরু করে। বেসরকারি সংস্থা এলাকার সমীক্ষাও চালায়।

যদিও ইতিবাচক বা স্বস্তিদায়ক কোনও ফল পাওয়া গিয়েছে; এমনটাও নয়। তাই সেই সময়ের মতো সোনার খনির খোঁজে; ইতি টানা হয়। এখন নতুন করে আবার সোনার খনির কথা ওঠায়; ওই নদীর জলে, মাটিতে সোনার সন্ধান পাওয়ায়; সরকার ফের পুরো বিষয়টি হয়ত খতিয়ে দেখবে। যা নিয়ে, মানুষের মধ্যেও নতুন করে উৎসাহ তুঙ্গে।

Check Also

লাখ টাকার চাকরি ছেড়ে শুরু করেছিলেন সবজি চাষ, আজ বছরে ৪ কোটি টাকা আয় গীতাঞ্জলির

কৃষিকার্যে নেই কোনো স্থায়ী আয়। খরা বা বন্যার মত প্রাকৃতিক কারণে হতে পারে প্রভূত ক্ষতি। ...

Leave a Reply

Your email address will not be published.