একদিকে সোশ্যাল মিডিয়া যেমন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে তেমনি মানুষ তাদের প্রতিভাকে ফুটিয়ে তোলার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। বিশেষত, একের পর এক ভাইরাল গানে কোমর দুলিয়ে তারা হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। তবে,শুধু বড়রাই নয় নতুন প্রজন্মের খুদেরাও বাজিমাত করছেন। আসলে আজকাল বাচ্চারা ছোট থেকেই স্মার্ট। তাইতো ছোট থেকেই সবকিছুতেই পারদর্শী হয়ে উঠেছেন তারা। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এরকমই এক খুদের মিষ্টি নাচের রিল ভিডিও।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাধুরী দীক্ষিতের সেই বিখ্যাত ‘বাড়ি মুশকিল’ (Badi Mushkil) গানে অসাধারন রিল ভিডিও তৈরি করেছে ছোট্ট পুচকে। তবে, পুরোনো গানটিতে নয়, বর্তমানে ডিজে আমসালের তৈরি ‘বাড়ি মুসকিল’ রিমিক্স গানে পারফোম্যান্স করতে দেখা গেল ছোট্ট খুদেটিকে। গানের প্রতিটি লাইনের সঙ্গে তাঁর মুখের নানারকম মিষ্টি অঙ্গিভঙ্গি নজর কেড়েছে সকলের। পরনে নীল টপ এবং লাল হট প্যান্ট পরে তাঁর নাচের স্টেপও ছিল মুগ্ধ করা।
বলাবাহুল্য মিষ্টি খুদের এই ভিডিওটি প্রকাশ্যে আস্তেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। ইতিমধ্যে ভিডিওটিতে লাইক এসেছে প্রায় ৯০ বাজারের ঘরে সঙ্গে রয়েছে বহু মানুষের প্রশংসা মূলক মন্তব্য। কেউ বলেছেন- ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে।’ তো অন্যদিকে ‘চমৎকার, খুব সুন্দর ও লাভ ইমোজি’ তে ভরে উঠেছে তাঁর কমেন্ট বক্স। পুঁচকের গানের সাথে লিপ্সিং ও মুখের নানান অঙ্গভঙ্গি এক কথাই ছিল অনবদ্য।
তবে, এর আগেও এই বাচ্চাটির রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সূত্রে জানা গিয়েছে তাঁর নাম সামিরা থাপা। মাঝেমধ্যেই ছোট সামিরার নানান রকম রিল ভিডিও ভাইরাল হতে থাকে। কখনো বা কোমর দুলিয়ে দারুন নাচ আবার কখনো বা মুখের অঙ্গিভঙ্গি। বলাবাহুল্য ছোট থেকেই সামিরার রয়েছে হাজারো হাজারো ফ্যান ফলোয়ার্স।
View this post on Instagram