Tuesday , March 21 2023

আ’র্থিক ভাবে অ’ক্ষম আপনি ? দুঃস’ময় যাচ্ছে ? এই শক্তি’শা’লী টোট’কাটি আজই করুন…

জীবনে সফল হতে কে না চায়। একজন মানুষের সবচেয়ে বড় চাওয়া তার জীবনে সফলতা। সবাই চায় কর্ম’ক্ষেত্রে স’ফল হতে, অনেক অর্থের মালি’ক হতে। কারণ একমাত্র সফ’লতা আসলেই আসল জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। আর সফলতা মানেই সামাজিক প্রতিষ্ঠা, সাথে প্রচুর অর্থ। বর্তমান যুগে অর্থ ছাড়া জীবন বৃথা। অর্থ না থাকলে আপনাকে কেউ পাত্তাও দেবে না।

অর্থ না থাকলে আপনি আপনার মতো করে বাঁ’চতে পারবেন না, আপনার মতো করে খেতে ঘু’রতে পারবেন না। মোট কথা, অ’র্থ না থাকলে আপনার সফ’লতাও অ’র্ধেক হয়েই থাকবে। সফ’লতা অর্জন বা অনেক অ’র্থের মালিক হতে সকলেই বিভিন্ন রকম পদ্ধতি অব’লম্বন করেন। তাদের মধ্যে কেউ হয়তো সফল হন আবার কেউ বা সেই সফলতার ধারের কাছেও পৌঁ’ছাতে পারেন না। কিন্তু চে’ষ্টা প্রায় সকলেই করেন।

অনেকে এমনও আছেন যারা হাজার চে’ষ্টা করেও সফলতার কাছে পৌঁ’ছাতে পারছেন না। প্রতি’বার কোন না কোন কারণে তা আ’টকে যাচ্ছে। আজ আমরা এই প্রতি’বেদনে তাদের জন্যই এমন দুটি টোটকার কথা বলবো, যে টোটকা দুটি প্রয়োগ করলে তারা সেই কা’ঙ্খিত সফলতা পাবেন। আসুন জেনে নেওয়া যাক।

১। প্রথম টোটকাঃ

এই টোটকাটির জন্য লাগবে একটি পান’পাতা, একটু সিঁদুর, এক টুক’রো ফিট’কিরি ও লাল সুতো। এবার দেখে নিন এই টো’টকাটি কি’ভাবে করবেন।

শুক্রবার অথবা রবিবার সকালবেলায় পবিত্র অব’স্থায় পান’পাতা, সিঁদুর ও ফিট’কিরি একত্র করে লাল সু’তো দিয়ে একসঙ্গে বেঁ’ধে নিন। মনে রাখবেন সুতোটি যেন লাল হয়, কালো বা অন্য কোন রঙের সু’তো নেওয়া চলবে না। যেদিন আপনি এটি করবেন সেদিন সন্ধ্যা’বেলা বাড়ির উত্তর দিকে মাটিতে গ’র্ত খুঁ’ড়ে এটি পু’তে দিন। এইভাবেই টোটকাটা সম্পূর্ণ হবে।

২। দ্বিতীয় টোটকাঃ

এই টোটকাটির জন্য লাগবে কালো কাপড়, এক টুকরো ফিট’কিরি ও লাল সু’তো। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে –

কালো কাপ’ড়টির মধ্যে ফিটকিরি ঢু’কিয়ে লাল সুতো দিয়ে বেঁ’ধে নিন। সেটিকে আপনি আপনার বা’ড়ির সদর দরজার সামনে ঝু’লিয়ে রাখতে পারেন অথবা আপনার ক’র্ম’ক্ষেত্রে এটি ঝু’লিয়ে রাখতে পারেন। এটিও আপনাকে শুক্রবার অথবা রবিবার সকালবেলায় পবিত্র অব’স্থায় করতে হবে।

এই শ’ক্তি’শা’লী টোটকা দুটি করার ফ’লে আপনার জীবনে বাঁ’ধা বি’ঘ্নতা কমতে শুরু করবে। আপনি অর্থ’নৈতিক দিক থেকে সমৃ’দ্ধি লাভ করবেন, বিভিন্ন প্রত্যাশিত ও অপ্র’ত্যা’শিত দিক থেকে আপনার অর্থ প্রা’প্তি ঘ’টবে।

Check Also

ডিসেম্বরেই শুরু হচ্ছে মল মাস, এই কাজগুলি ভুলেও করবেন না

Malmaas 2022: হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি শুভ কাজ করার জন্য কিছু শুভক্ষণ বা মুহূর্ত থাকে। এমনও ...

Leave a Reply

Your email address will not be published.