Friday , March 31 2023

ডোবা থেকে দারুন কায়দায় মাছ ধরছে গ্রামের সুন্দরী যুবতী। নেট দোনিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও।

গ্রাম্য পরিবেশে মাছ ধরতে কার না ভালো লাগে। যদি হাটতে গিয়ে মাছ পাওয়া যায় তখন সে ব্যাপারটা আরো অদ্ভুত হয়ে যায়। ঠিক এমনই ঘটনা ঘটে গ্রামের একজন যুবতীর সাথে দুবাই হাতে গিয়েই সে দেখতে পায় ছিল অনেক বড় বড় ঝাঁক।

তারপর একটি পাম্প মেশিন সেই স্থানে লাগিয়ে দেয় ডোবার সমস্ত প্রাণী সরিয়ে নেয় ভেসে যায় বিশাল বড় বড় কাতলা রুই গাসকাপ এবং কার্ফু মাছ।সেটি ভিডিও ভিডিও ধারণ করে ইন্টারনেটে দিলে এটি ইন্টারনেটের বদৌলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাবে ছড়িয়ে পড়ে। রাতারাতি সে ধারণকৃত ভিডিওটি হয়ে যায় ভাইরাল।সকাল একটি যুবতী ডোবাতে হাঁটতে গিয়ে দেখতে পেলে এমন কাণ্ড।

চোখকে বিশ্বাস করতে পারলো না যে সে কি দেখছে। ঝাঁকে ঝাঁকে মাছ বের হচ্ছে। কাদার সাথে লেগে আছে হাজারো মাছ। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে কিছু না ভেবে মাছগুলোকে ধরতে লাগলো। এত এত মাছ ছিল যে তার কাছে থাকা বাতিটিও সে মাছের কাছে কম পড়ে গেল। উপায়ন্তর না পেয়ে সে একটি বালতি নিয়ে আসলো সে আবার তার দেখা মাছগুলোকে ধরতে লাগলো।জীবনে এত মাছ সে আগে কখনো দেখিনি। সে আবারও ঘাসের আবরণ তুলল সেখানেও সব দেখতে পেল তার দেখা আগের মত অদ্ভুত কান্ড। সেই অদ্ভুত কান্ড দেখে মহাখুশি। এতগুলো মাছ একসাথে দেখে তার সাথে থাকা বন্ধুটি তার ফোন দিয়ে এই দৃশ্যটি ধারণ করতে লাগল।

সাথে সাথে তারা মাছগুলো কে ধরতে লাগলো।তাদের কাছে এই বিষয়টি ছিল অভাবনীয়। নিজের চোখকেও তারা যেন বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবছে ঘাসের আবরণে মাঝে এতগুলো মাছ কোথা থেকে আসলো। এটি ছিল একটি অপ্রত্যাশিত ঘটনা ভিডিও ধরনের মাধ্যমেই ইন্টারনেট থেকে এ খবরটি ছড়িয়ে পড়েছে।আর এই ভিডিও মানুষের মনে ব্যাপক সারা ফেলেছে। মুহুর্তে মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে পরেছে এই ভিডিও। এই রকম ভিডিও মানুষ আগে কখনো দেখে নি। যার কারনে সবাই খুব আগ্রহের সাথে এটি দেখছে।প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসছে আমাদের মাঝে।

নতুন এই প্রযুক্তি থেকে আমাদের যেমন উপরকার হচ্ছে তেমনি নানান বিষয় গুলো আমরা জানতে পারছি। যেকোনো বিষয় জানতে ও সেটি কিভাবে কাজ করে এসব আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি। এছাড়াও কোনো বিষয় সম্পর্কে মানুষের ভিন্ন ভিন্ন মন্তব্য গুলো আমরা এখানেই দেখতে পাই।সেখানে হাতের সাহায্যে মাছ ধরা হচ্ছিলো।

যা অল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। যা মানুষের কাছে প্রচুর পজিটিভ মন্তব্য পায়। প্রচুর মানুষ এভাবে মাছ ধরার পদ্ধতি টিকে এর আগে দেখেনি বলে জানায়। ভিডিওটিতে দেখা যায় একটি ছোট ছেলে বড়শি নিয়ে মাছ ধরে । প্রথমেই ছেলেটি আটা নিয়ে বরশিতে লাগায় এবং পানিতে ফেলে,ধরা পরে বড় বড় মাছ।মাত্র কয়েক মিনিটে ছোট বালকটির ভাগ্য পাল্টে গেল। পুচকের এই মাছ ধরার ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।বিস্তারিত ভিডিওতে দেখুন।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.