Friday , March 31 2023

ডিজে গানে বিয়ের অনুষ্ঠানে ব্যাপক নাচ তিন বৃদ্ধের, ভাইরাল ভিডিও

বলিউড সিনেমার সঙ্গে এই সিনেমার গানগুলিও একইসাথে দর্শকরা বেশ পছন্দ করেন। লাখ লাখ মানুষ আছেন যারা হিন্দি গান পছন্দ করেন। গান শোনার পাশাপাশি, এই গানের সঙ্গে নাচ করতেও অনেকেই ভালোবাসেন। বয়স ১৮ হোক বা ৬০, হিন্দি গানে কোমর দোলাতে পছন্দ করেন না, এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। বিয়ে হোক, বা জন্মদিনের পার্টি, বিশেষ বিশেষ অনুষ্ঠানে হিন্দি গান বরাবর প্রাধান্য পেয়ে এসেছে। মানুষ সবসময়ই এই ধরনের গান বেশ পছন্দ করে থাকেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সকলেই এই চলচ্চিত্রের গানে নাচ করতে পছন্দ করেন।

সোশ্যাল মিডিয়ায় এই গানের উপরে তৈরি বিভিন্ন ভিডিও মাঝে মধ্যেই হয়ে ওঠে ভাইরাল। এই ভিডিওতে আমরা একসাথে তিনজন বয়স্ক মানুষকে নাচ করতে দেখতে পাচ্ছি। এই ভিডিওতে তিনজন প্রবীনকে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে নাচ করতে দেখা গিয়েছে। তবে, এই ভিডিওটি ভাইরাল হয়েছে একটি অন্য কারণে। আদতে এই নাচ একেবারে অন্যরকম, যা দেখে আপনি নিজের হাসি থামাতে পারবেন না। বাঘেল রাজা অফিসিয়াল নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এই ভিডিওতে প্রথমে একটি প্রবীনকে একটি হিন্দি গানের নাচতে দেখা যায়। দ্বিতীয় ভিডিওতে, বাচ্চাদের মাঝে একটি ভোজপুরি গানে নাচ করছেন এক বৃদ্ধ মানুষ। অন্যদিকে তৃতীয় ভিডিওতে, একজন প্রবীণ ব্যক্তি নিজের লাঠি নিয়ে নাচ করতে করতে বিভিন্ন রকমের অভিব্যক্তি দিচ্ছেন। বৃদ্ধদের এই নাচের ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায়। অনেক ব্যবহারকারী এই ধরনের ভিডিও বেশ পছন্দ করছেন এবং কমেন্ট করে নিজেদের মতামত জানাচ্ছেন।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.