Friday , March 31 2023

ঠিকমতো হাঁটতেও পারে না, পরনে ডায়াপার, ‘পুষ্পা’-র শ্রীভাল্লি গানে নাচ ছোট্ট খুদের, ভিডিওতে আদরের বন্যা নেটিজেনদের

বিগত দু’বছর ধরে করোনার কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সিনেমা হল। এরপর সিনেমা হল খুললেও ৫০ শতাংশ দর্শক নিয়ে সেভাবে ঠিক লাভ করতে পারছিল না প্রেক্ষাগৃহের মালিক। নতুন বছর পড়ার পর অনেকের মনে হয়েছিল, এবার হয়ত করোনা থেকে খানিক নিস্তার মিলবে। কিন্তু না, জোর থাবা বসাল করোনা। ‘

এর জেরে অন্যান্য ব্যবসার পাশাপাশি ফের যেন অন্ধকারের মুখ দেখল ফিল্ম ইন্ডাস্ট্রিও। তবে এসবের মধ্যেই কিন্তু জয়ের হাসি হাসলেন দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন। তাঁর ছবি ‘পুষ্পাঃ দ্য রাইজ’ করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইতিমধ্যেই ৩৬৫ কোটির ব্যবসা করে ফেলেছে। করোনা পরিস্থিতি না থাকলে, এই ছবি ৫০০ কোটির ঘরেও ঢুকত বলে মনে করা হচ্ছে।

অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার রসায়ন নজর কেড়েছে সকলের। তাদের ছবির পাশাপাশি ছবির গানও চূড়ান্ত হিট। ‘সামি সামি’ গানে দেদার রিল ভিডিও বানানো হচ্ছে। পিছিয়ে নেই ‘শ্রীভাল্লি’ গানও। এই গানটি তো প্রথমদিনেই ১৫ মিলিয়ন ভিউ পেয়েছিল। এই গানেই এবার এক ছোট্ট খুদের নাচের ভিডিও বেশ ভাইরাল হল।

খুদের বয়স বড়োজোর এক কী দেড় বছর। কিন্তু টিভিতে ‘শ্রীভাল্লি’ গান শুনে সেও যেন নিজেকে ধরে রাখতে পারল না। টলোমলো পায়ে, ডায়াপার পরেই গোটা ঘর ঘুরে ঘুরে চলল নাচ। সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খুদের এই নাচ দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। এর পাশাপাশি ওই খুদেকে ভালোবাসা ও আদরে ভরিয়ে দিয়েছে নেট জনতা।

শুধুমাত্র তেলুগুই নয়, হিন্দি ভাষাতেও অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ চুটিয়ে ব্যবসা করছে। হিন্দির পাশাপাশি তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও এর ডাবিং করে বাজারে ছাড়া হয়েছে। পাঁচটি ভাষাতেই বক্সঅফিস কাঁপাচ্ছে পুষ্পা। এই ছবির গান এই ‘ও অন্তভা’- আইটেম সং-এ কাঁপিয়েছেন দক্ষিণ ভারতীয় মডেল সামান্থা প্রভু।লাল চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনী নিয়ে বছর শেষে ফের মাঠে নামবেন অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা। এই ছবির দ্বিতীয় অংশ এই বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.