একের পর এক লড়াই এর সম্মুখীন হয়েছিলেন ঐন্দ্রিলা মাত্র চব্বিশ বছর বয়সে। প্রথমে ২০১৫ সালে ক্যান্সার ধরা পড়ে তারপর সেখান থেকে, সুস্থ হওয়ার পরে ২০২১ সালে আবার একবার ক্যান্সার ধরা পড়ে। সে লড়াই জিতে সুস্থ হয়ে ঘরে ফিরে ছিলেন অভিনেত্রী। কিন্তু চলতি বছরের, ১লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী তারপর তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তারপর থেকে দীর্ঘ কুড়ি দিনের লড়াই সবাই ভেবেছিল এবারেও ফিনিক্স পাখির মত ফিরে আসবেন ঐন্দ্রিলা। কিন্তু না তা হয়নি। গতকাল দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারপরে সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কুঁদঘাটের বাড়িতে সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে এই অভিনেত্রী শেষকৃত্য সম্পন্ন হয়।
তবে অভিনেত্রীর বাড়ি ফেরার আসা যেমন পরিবারের সকলে করছিল তার সঙ্গে বন্ধু সব্যসাচী সহ গোটা বঙ্গবাসী সেই সঙ্গে আরো দুজন করছিল। ঐন্দ্রিলার বাড়িতে ছিল তার দুই পোষ্য।ঐন্দ্রিলাকে দেখে তার প্রিয় দুই পোষ্য ঝাঁপিয়ে পড়ত । তারাও অপেক্ষা করছিল কখন আসবে তাদের দিদি।
ঐন্দ্রিলা বাড়িতে না থাকলে দিদির জন্য ঘুরপাক খেত দুই পোষ্য। আর ঘরে ফিরে এলেই দিদির উপর ঝাঁপিয়ে পড়ত তোজো আর বোজো। রবিবার সন্ধ্যায় কুঁদঘাটের আবাসনে ঐন্দ্রিলার মরদেহ আসতেই সেখানে সকলের মতো আসে দুই সারমেয়ও।
তারা চুপচাপ,বাকিদের মতো ওদের মুখেও শব্দ নেই। নিথর দেহ বাড়ি থেকে শ্মশানের দিকে যাওয়ার সময় একবার ডাক দুজনের। তারপরেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটা পোষ্য টিভিতে ঐন্দ্রিলার করা শো দেখে অঝোরে কাঁদছে। কিন্তু এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি।