Thursday , March 30 2023

জেনে নিন সন্তানকে নম্র,ভদ্র ও সভ্য করে গড়ে তুলতে মা বাবার কি কি করণীয়! রইল বিস্তারিত।

বর্তমান সময়ে প্রায় প্রতিটি অভিভাবক চায় তাদের সন্তান যেন নম্র-ভদ্র এবং মানুষের মত মানুষ হয়ে ওঠেন সমাজের চোখে একজন ভালো মানুষ হয়ে ওঠার পেছনে যে সমস্ত গুণাবলী তার মধ্যে থাকা জরুরী সেই সমস্ত গুণগুলো বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের থেকে কোথাও যেন হারিয়ে যাচ্ছে কিন্তু আপনি কি ছোটবেলা থেকেই এই ধরনের অভ্যাস আপনার বাচ্চাকে করিয়ে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে আর কোন রকম চিন্তা ভাবনা করতে হবে না।

আপনার সন্তান আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে । আপনারা যদি কোনো কারণে কারও সাথে বাজে ব্যবহার করেন বা কঠোর ব্যবহার করেন ধীরে ধীরে আপনার সন্তান কিন্তু সেটা করতে অভ্যস্ত হয়ে যাবে ।তাই কঠোর ব্যবহার করা থেকে বিরত থাকুন । অথবা সন্তানের সামনে ধরনের ব্যবহার না করাই ভালো ।

প্রত্যেকটি মা বাবা সন্তানকে নিজের সংস্কৃতি সম্পর্কে জানান। বড়দের সম্মান করা, অন্যের সাহায্য করা, দরিদ্র ও অসহায়দের দান করা ইত্যাদি করতে শেখান সন্তানকে। এটি বাচ্চাদের নম্র, ভদ্র ও সভ্য করে গড়ে তুলবে।

আপনার সন্তান কি সত্যি কথা বলতে এবং নিজের ভুল স্বীকার করতে শেখান ।এতে আপনার সন্তান মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে ।তার পাশাপাশি নিজের ভুল সম্পর্কে সচেতন হতে পারবে।

নিজের প্রশংসা শুনতে কে না ভালবাসে। আপনার সন্তানও নিজের প্রশংসা শুনে গর্ববোধ করে। কিন্তু এর পাশাপাশি অন্যের প্রশংসা করা ও জরুরি। এর ফলে আপনার সন্তানের প্রতি সকলের আকর্ষণ বাড়বে এমনকি সন্তানের মনে বিনম্রতার সঞ্চার হবে।

আমরা প্রত্যেকেই নিজেদের জীবন নিয়ে অত্যন্ত পরিমাণে ব্যস্ত ।তাই অন্যকে সাহায্য করা কথা আমরা মাথাতেও আনতে পারি না ।কিন্তু এই ভুলটা আপনার সন্তানের সাথে করবেন না ।আপনার সন্তানকে শিক্ষা দিন যাতে সব সময় অন্যের সাহায্যে সে যেন এগিয়ে যেতে পারে।

Check Also

কিনতে যেতে হবে না, বাড়ির সাধারণ পাত্রে লাগান শসা, খেয়াল রাখুন এই ৭টি বিষয়

যে ফসল গুলি বা ফলগুলি বারো মাস পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো শসা ...

Leave a Reply

Your email address will not be published.