Thursday , March 30 2023

জানেন ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন? রয়েছে তিনটি পৌরাণিক কারণ

শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর একজন অবতার। তবে তার গায়ের রং নীল কেন এই বিষয়ে অনেকেই জানেন না। তবে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হলো কেন এই নিয়ে নানা ধরনের মতামত প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি হলো পৌরাণিক কাহিনী। ভগবান বিষ্ণু সর্বদায় সমুদ্রে বসবাস করেন। তাই সমুদ্রে বসবাস করার জন্যই নাকি শ্রীকৃষ্ণের গায়ের রং নীল রঙের হয়ে যায়।

এছাড়াও জানা যায়, শ্রীকৃষ্ণের মামা কংস কৃষ্ণ কে হত্যা করার জন্য পূতনা নামে এক রাক্ষসীকে পাঠিয়েছিল। সেই রাক্ষসী তার বিষ মেশানো দুগ্ধ পান করিয়েছিল কৃষ্ণকে। তার বিষের কারনেই শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে ওঠে।

তৃতীয় কারণে বলা হয়েছে, যমুনা নদীতে বসবাসকারী কালিয়া নাগ নামক এক নাগরাজের উপদ্রবে বকুলের সমস্ত গ্রামবাসীরা সমস্যায় পড়েছিলেন। গ্রামবাসীকে এই সমস্যা থেকে রক্ষা করতে গিয়ে শ্রীকৃষ্ণ ওই নাগরাজের সাথে লড়াই করেন। যুদ্ধরত অবস্থায় ওই নাগরাজের শরীর থেকে নির্গত বিষের প্রভাবে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়।

এছাড়াও কথিত রয়েছে, বিশ্বের সকল দুষ্টু দানবদের দমন করার জন্য শ্রীকৃষ্ণ জন্মেছিলেন তাই তিনি নীল প্রতীক হিসেবে অবতীর্ণ হন। আরও বলা হয়, শ্রীকৃষ্ণের গায়ের নীল রং কেবল তারাই দেখতে পারেন যারা শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তবৃন্দ হন।

Check Also

ডিসেম্বরেই শুরু হচ্ছে মল মাস, এই কাজগুলি ভুলেও করবেন না

Malmaas 2022: হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি শুভ কাজ করার জন্য কিছু শুভক্ষণ বা মুহূর্ত থাকে। এমনও ...

Leave a Reply

Your email address will not be published.