Friday , March 31 2023

ছোট্ট ছোট্ট পায়ে দুর্দান্ত ভঙ্গিতে রাস্তার মাঝে নেচে সবাইকে চমকে দিল খুদে কন্যা, তুমুল ভাইরাল ভিডিও !

ছোট থেকেই নাচ-গান অনেকেই শিখে থাকে। সাধারণত বাচ্চারা বুঝতে পারে না ঠিক কি ভালোলাগে তাদের বা বড়ো হয়ে কোন পথে এগোতে চায়। আবার অনেকেই ছোটতেই তাদের প্রতিভা সারা পৃথিবীর সামনে নিয়ে এসে হাজির হন। ঠিক তেমনই একটি ক্ষুদে মেয়ের দুর্দান্ত নাচের ভিডিও সামনে এসেছে। আসলে ভিডিওটি ৬ বছর আগে ইউটিউবের (Youtube) মাধ্যমে আপলোড করা হয়েছিল। তবে বর্তমানেই হু হু করে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে।

ভিডিওতে দেখা গেল, প্রচুর ছেলে ও মেয়ে গোল করে ঘিরে দাঁড়িয়ে বা বসে আছে। মাঝে একটি ছোট্ট মেয়ে নাচ করছে। ছোট্ট মেয়েটি প্রথমে ‘Happy New Year’ সিনেমার গান ‘Manwa Laage’ গানে অসাধারণ নাচ করলো। সিনেমায় এই গানেই নায়িকা দীপিকা পাডুকোনের (Deepika Padukone) নাচ আজও মনে আছে সবার। তবে বাস্তবে এই বাচ্চা মেয়েটির নাচ মন কেড়ে নিতে যথেষ্ট।

তারপরেই বিখ্যাত ‘Ghagra’ গানে নাচ করলো মেয়েটি। ‘Yeh Jawani Hai Deewani’ সিনেমার জনপ্রিয় এই গানে নাচ করেছেছিলেন বলিউড ডিভা মাধুরী দিক্সিত (Madhuri Dixit)। তবে মেয়েটি ও কিছু কম নয়। এই বয়সেই এমন এনার্জি যা দুটি গানে নাচ করে বুঝিয়ে দিলো সবাইকে। আশেপাশে প্রচুর মানুষ করতালি ও চিৎকার করে বুঝিয়ে দিয়েছে তাদের এই ছোট্ট মেয়ের নাচ কতটা মনে ধরেছে।

৬ বছর আগে আপলোড এই ভিডিওটিতে ২২ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে। তবে বাচ্চা মেয়েটির পরিচয় কি তা সঠিক জানা সম্ভব হয়নি। ‘আমি মেয়েটির নাচ দেখে এত উৎসাহিত যে নিজেই সামলে থাকতে পারছি না’ -লিখেছেন এক নেটিজেন। অন্য একজন লিখেছেন -‘অসাধারণ বাচ্চাটি ও তার নাচ। তার সাথেও সব থেকে উৎসাহিত করা দর্শক। সব মিলে দশে দশ’। আপনিও ঝটপট দেখেনিন ভিডিওটি ও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.