ঘুমের সঙ্গে স্বপ্নের ওতপ্রোতভাবে সংযোগ রয়েছে। গভীর ঘন হলেই মানুষ স্বপ্ন দেখে। কোন কোন স্বপ্ন আমাদের মন ভালো করে দেয় কোন কোন স্বপ্ন আবার দুশ্চিন্তা দেয়। তারা এই সবকিছুর মধ্যে কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে আমরা ভবিষ্যতে ধনী হতে পারি। চলুন জেনে নেওয়া যাক শাস্ত্র অনুসারে কোন কোন স্বপ্ন দেখলে আপনি ভবিষ্যতে ধনী হতে পারবেন, অর্থাৎ কোন কোন স্বপ্ন দেখলে আপনি ধনী হওয়ার ইঙ্গিত পেতে পারেন।
দেবদেবীর স্বপ্ন: স্বপ্নে দেবদেবীকে দেখার শুভসংকেত হিসেবে ধরা হয় সবসময়। যে কোন দেবদেবীর স্বপ্ন দেখা মানে ভবিষ্যতে আপনি অর্থ লাভ করতে চলেছেন।
নৃত রত মহিলা: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ঘুমের মধ্যে স্বপ্নে কোন মেয়েকে যদি দেখা হয় যে নাচ করছে, তাহলে আপনি ধন লাভের সংকেত পেতে পারেন।
কদম গাছ: স্বপ্নে কদম গাছ দেখলে সেদিকে শুভ বলে মনে করা হয়। স্বপ্নে কদম গাছ দেখলে শুধুমাত্র ধনলাভ হয় তা কিন্তু নয়, স্বপ্নে কদম গাছ দেখলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হয় এবং মান সম্মান বৃদ্ধি পায়।
আমলকি এবং পদ্মফুল: আমলকি এবং পদ্মফুল দুটোই দেখা খুবই শুভ। হিন্দু শাস্ত্র মতে অনুযায়ী, আমলকি এবং পদ্মফুল দুটোই পুজোর কাজে লাগে। স্বপ্নে এগুলি আপনাকে খুব তাড়াতাড়ি ধনবান করে দিতে পারে।
কৃষক: শাস্ত্র অনুযায়ী, স্বপ্নে মাঠে কর্মরত কৃষককে যদি দেখে থাকেন স্বপ্নে তাহলে অজানা কোন উৎস থেকে আপনার ধন লাভ হতে পারে।
নিজের আঙুলের আংটি: স্বপ্নে যদি নিজের আঙুলের আংটি দেখতে পান, তাহলে জানবেন ধন প্রাপ্তি হতে পারে। খুব তাড়াতাড়ি আপনার আর্থিক অবস্থা ভালো হতে পারে, কেমন সংকেত দেয় এই স্বপ্ন।
মহল: স্বপ্নে কোন মহল দেখলে তা সম্পূর্ণ ধন সম্পদ লাভের সংকেত হিসেবে ধরা হতে পারে।
গরুর দুধ দেওয়া: গরু যেহেতু কবি শুভ একটি প্রাণী তাই গরুকে দেখা অথবা গরুর দুধ দেওয়ার স্বপ্ন দেখলে ভবিষ্যতে আপনার ধনলাভ হতে পারে।
হাতি: স্বপ্নে যদি হাতী কে দেখতে পান তাহলে সেটি খুব শুভ বলে মনে করা হয়। হাজিরা দেখার অর্থ আপনি ভবিষ্যতে কোন জায়গা থেকে অর্থ লাভ করতে পারেন।
ইঁদুর: যেহেতু ভগবান শ্রী গণেশের বাহন হল ইদুর, তাই এই প্রাণীকে দেখার অর্থ হলো অর্থের আগমন হবে আপনার জীবনে।