স্যোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভিডিও ভাইরাল হতে দেখা যায়।তাতে তেমন হাসি মজার খোড়াক থাকে,তেমনই থাকে সুপ্ত প্রতিভার আত্মপ্রকাশও।আবার কখোনো অবিশ্বাস্যকর ঘটনার বিবরণও থাকে। আবার এমন ভয়ানক সব ভিডিও দেখা যায় যা দেখে ঘুম উড়ে যায়।যেমন, বিশালাকৃতি অজগরের সাপের সাথে খেলছে শিশু কিংবা গোয়ালঘরে গোরুর পায়ে জড়িয়ে রয়েছে বিষধর সাপ।
আবার মাটি খুঁড়তেই সাপের ডিম পাওয়ার খবর অথবা পোষা কুমিরের মুরগি মেরে ফেলার ঘটনা। এজাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর পড়ে শিহরিত হলেও এসবেই বেশী ভিউজ আসে। এই খবরই দর্শক দেখতে পছন্দ করেন। তবে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভয়ানক খবর গুলি থেকে শিক্ষনীয় বিষয়ও পাওয়া যায়। এই যেমন সতর্কভাবে পা ফেলে এগোনো উচিৎ। কিংবা সাপ ছোবল দিলে ওঝা বা ঝাড়ফুঁক নয় বরং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া মঙ্গলকর। কিংবা বাড়িতে বড় সাপ দেখা গেলে বনদফতরকে ফোন করে ডাকা উচিত বা কোন সাপের বিষ সবচেয়ে দামী। সাপের বিষ থেকে কি মহার্ঘ্য ঔষধ তৈরি হয়। বা প্রভুভক্ত পোষ্য কীভাবে মালিকের প্রাণ বাঁচাতে সাপের মুখে নিজের জীবন সঁপে দিল ইতি ইত্যাদি।
সম্প্রতি এমনই এক সাপের ভিডিওকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে দেখা গিয়েছে ঘরের মধ্যে মাটি খুঁড়তে গিয়ে এক বিরল প্রজাতির লাল রঙা সাপের দেখা মিলল। তাঁকে সড়াতে গিয়েই সে ফোঁস করে ওঠে। এরপরই এক উদ্ধারকর্মীকে ফোন করে ডাকা হয়। সে এসে প্রভূত দক্ষতায় বন্দী করে সাপটিকে। সপ্তাহ দুয়েক আগে আপলোড করা ভিডিওটিই বর্তমানে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, এটির ভিউজ সংখ্যা হারিয়েছে ৬০ হাজারেরও বেশি।
নেটপাড়ার বাসিন্দারা কার্যত ওই উদ্ধারকারী কর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সাপ কিন্তু খুবই ভীতু শ্রেণীর প্রাণী। তবে তারা যতই ভীতুর শ্রেণীর প্রাণী হোক না কেন, মানুষ সাপকে বড়ই ভয় পায়। সাপ দেখলে এটা মানুষ ভাবতে বসেনা সেই সাপ বিষাক্ত নাকি বিষহীন। তাই সাপের থেকে দূরে থাকতেই পছন্দ করে মানুষেরা। সাপের নাগাল থেকে দূরে থাকাই মঙ্গল বলে মনে করা হয়। এমনকি রিসার্চে এমন জিনিসও প্রমাণিত হয়েছে যে সাপ ছোবল মারলে অধিকাংশ ক্ষেত্রে মানুষ হার্ট এটাকে মারা যায়।
red snake pic.twitter.com/Vsj1sZs5KG
— Viral Story (@ViralStory1) November 18, 2022