Thursday , June 8 2023

ঘরের কোণে এই গাছ লাগালেই আপনার ভাগ্য ফিরবে কিছুদিনের মধ্যেই, জেনেনিন !

সৌভাগ্যকে নিজের কাছে ধরে রাখতে অনেক চেষ্টা করে থাকি আমরা৷ কিন্তু জানেন কী, এমন কিছু গাছ রয়েছে যা ঘরে রাখলে আপনার ঘরে সৌভাগ্য ফিরে আসতে পারে৷ তবে এই গাছগুলো নাকি শুধু রাখলেই চলবে না, নিতে হবে এর যত্ন।

মনে করা হয়, ‘মানি প্ল্যান্ট’ নাকি খুবই সৌভাগ্যদায়ী গাছ ৷ এই গাছ নাকি ঘরে রাখলে, সারা ঘরে এক পজেটিভ এনার্জি সরবরাহ হয় ৷ যার ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে, সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করে ৷

ঘরে মানি প্ল্যান রাখলে, নিয়মিত পরিষ্কার করুন ৷ লাল হয়ে যাওয়া পাতা গুলো ফেলে দিন ৷ কাচা দুধ দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করুন।

ঘরে রাখতে পারেন ইমিটেশন বাঁশ গাছ৷ যেকোনও নার্সারিতে সহজেই পাবেন এই গাছ ৷ ছোট্ট টবে লাগাতে পারেন৷ ঘরের কোন ঘেষে, এই গাছ রাখুন।

একটি কাচের বাটিতে পরিষ্কার জলে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখুন ৷ এই পাপড়ি ভরা পাত্রটি রাখুন বসার ঘরে ৷ এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে ৷ গোলাপের জায়গায় বেল বা জুঁই ফুলও ব্যবহার করতে পারেন ৷

বনসাই করা বট গাছ রাখুন ঘরে৷ গাছটি এমন জায়গায় রাখুন৷ যেখানে আলো-বাতাস খেলা করে৷ নিয়মিত পরিষ্কার করুন বনসাই৷ বাস্তু শাস্ত্র মতে বট গাছ সমৃদ্ধি এনে দেয়৷

Check Also

কিনতে যেতে হবে না, বাড়ির সাধারণ পাত্রে লাগান শসা, খেয়াল রাখুন এই ৭টি বিষয়

যে ফসল গুলি বা ফলগুলি বারো মাস পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো শসা ...

Leave a Reply

Your email address will not be published.