Tuesday , March 21 2023

গঙ্গা দশহরার দিন এই টোটকাগুলো করলে সৌভাগ্য বৃদ্ধির সঙ্গে হবে ১০ জন্মের পাপ ক্ষয়

৯ জুন বৃহস্পতিবার গঙ্গা দশহরা। বলা হয়, কলিযুগে যদি কোনও পরম তীর্থ থাকে, তা হল গঙ্গা। গঙ্গাস্নান অত্যন্ত পবিত্র কাজ। মনে করা হয় এই দিন যদি কোনও ভাবে গঙ্গাস্নান করা হয় তা হলে ১০ জন্মের করা পাপ ক্ষয় হয়। বৈদিক যুগের কোনও এক সময়ে এই দিনটিকেই নববর্ষ হিসেবে পালন করা হত। অর্থাৎ নববর্ষ এই দিন থেকে গণনা করা হত। শুভ কর্মে যে অশুভ কর্মের বিনাশ হয় এই কথার কোনও ভুল নেই। তাই এই বিশেষ পূণ্য তিথিতে বাড়িতে হোমযজ্ঞ বা পুজো অর্চনা করার মাধ্যমে শুভ ফল পাওয়া যায়। এই দিন বিশেষ কিছু টোটকা করার মাধ্যমে সৌভাগ্যের উদয় করুন।

টোটকা
• এই দিন বাড়িতে মহাদেবের পুজো করুন।
• দশহরার দিন গঙ্গায় স্নান অবশ্যই করুন। যদি আশেপাশে গঙ্গা না থাকে তা হলে যে কোনও জলাশয়ে স্নান করা যেতে পারে এই নিয়মে।
নিয়ম— স্নান করার আগে জলের ওপর তর্জনীর সাহায্যে ত্রিকোণ আঁকুন এবং ইষ্টদেবতাকে স্মরণ করে স্নান করুন। এই ক্রিয়া বাড়িতেও করতে পারেন।

এই দিন গঙ্গাদেবীকে ১০টা ফুল, ১০টা ফল এবং ১০টা প্রদীপ সহকারে পুজো করুন।
• এই দিন বাড়ির কূলপুরোহিতকে কিছু দান করুন।
• এই দিন কোনও রকম বাজে কাজ, মিথ্যা কথা, কারও অনিষ্ট চিন্তা করা বা চুরি জাতীয় কোনও কাজ করবেন না।
• এই দিন বাড়ির শিশু, বা অসহায় গরিব মানুষকে কোনও ভাবেই তাকে খালি হাতে ফেরাবেন না। সাধ্যমতো কিছু না কিছু দান করুন।

Check Also

শনিদেবের কৃপা পেতে চান? শনিবারগুলিতে কী কী করবেন, এখনই জেনে নিন !

জ্যোতিষীদের মতে, শনিবার প্রতিকার করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক ...

Leave a Reply

Your email address will not be published.