একটা গানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা হয়েছিলেন রানাঘাটের লতাকণ্ঠী রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে বলিউডে সফর।
সে এক দিন ছিল! জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন তিনি। সেই রানুকে নিয়ে ইতিমধ্যেই বায়োপিক তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
তাঁর কাহিনি সিনেমার পর্দায় তুলে ধরছেন কুসুমিতার গপ্পো খ্যাত পরিচালক হৃষিকেশ মণ্ডল। ছবিতে রানুর ভূমিকায় অভিনয় করছেন সেক্রেড গেমস
সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডের ছবিতেও প্লেব্যাক সিঙ্গার হিসাবে কাজ করার সুযোগ পান রানু মণ্ডল। ফেসবুকে ভাইরাল একটি ভিডিও ক্লিপ মারফত রাতারাতি জনপ্রিয়তা পান রাণাঘাট স্টেশনের ভিখারিনী রানু মন্ডল। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছিল নেটমাধ্যম। রানু মন্ডলের ভিডিও শেয়ার হতে হতে পৌঁছে গিয়েছিল বলিউডের দোরগোড়া পর্যন্ত। বলিউডের গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে “হ্যাপি হার্ডি অ্যান্ড হির” ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে তাঁর।
জনপ্রিয়তা পাবার পর রাতারাতি বদলে যায় রানাঘাটের ভাইরাল শিল্পী রানু মন্ডলের জীবন। একসময় মিডিয়ার হট টপিক ছিলেন রানাঘাটের রানু মন্ডল। দু-একটি অ্যাওয়ার্ড ফাংশানেও দেখা যায় তাকে। আওয়ার্ড ফাংশনের তার চড়া মেকআপের জন্য নেটিজেনদের কাছে হাসির খোরাকও হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অবশ্য রয়েছেন রানাঘাটে নিজের বাড়িতে। সেখানে বিভিন্ন ইউটিউবার কনটেন্ট ক্রিয়েটাররাও গিয়ে তার সাথে দেখা করে আসেন। তাদের সঙ্গে সময় কাটান রানু মন্ডল।
তবে জানেন কি, রানু মন্ডলের গান বেশ পছন্দ হয়েছিল সালমান খান এবং শাহরুখ খানের। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে রানু মন্ডলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও বা ভিডিওটি বছর খানেক আগের। কিন্তু আবার নতুন করে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, রানাঘাটের রানু মন্ডল খালি গলায় গান করছেন এবং তার সাথে সেখানে এসে উপস্থিত হয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান এবং বলিউডের ভাইজান সালমান খান। রানু মন্ডলের গলায় গান শুনে মুগ্ধ হয়েছেন তারাও।
ফিল্মি ক্রেজি নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ২.৯ কোটি দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন। একই সঙ্গে ১.৪ লাখেরও বেশি লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই নিজের নিজের মন্তব্য প্রকাশ করেছেন।